আজকাল ডেস্ক: এমন পিচ তৈরি করা হয়েছে যা বোলারদের বধ্যভূমি। টেস্ট ক্রিকেট ধ্বংস করছে পাকিস্তান। সরাসরি তোপ দাগলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। 

মুলতানে চলছে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ। বাইশ গজে বোলারদের রীতিমতো শাসন করছে ব্যাটাররা। বোলারদের জন্য কিছু নেই এই পিচে। ব্যাটার ও বোলারের মধ্যে কোনও লড়াই দেখাই যাচ্ছে না। যা টেস্ট ম্যাচের জন্য মোটেও ভাল বিজ্ঞাপন নয়। 

পিটারসেন ইংল্যান্ডের হয়ে ১০৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। সেই তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''এখনও বোলারদের বধ্যভূমিই রয়েছে। যদি এই উইকেট থেকে ফলাফল না আসে, তাহলে টেস্ট ক্রিকেটকে ধ্বংসের পথে নিয়ে যেতে সাহায্য করবে।'' 

প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ৫৫৬ রান। প্রথম দিন জোড়া সেঞ্চুরি করেন আবদুল্লা শাফিক ও শান মাসুদ। পরে সৌদ শাকিল ৮২ রান করেন। সলমন আল আঘা অপরাজিত ১০৪ রান করেন। 

ইংল্যান্ডের বোলার জ্যাক লিচ ৪০ ওভার অক্লান্ত পরিশ্রম করে তিনটি উইকেট নেন। অ্যাটকিনসন ও ব্রাইডন দুটি করে উইকেট নেন। ইংল্যান্ড ব্যাট করতে নামলে ক্রলি ৭৮ রান করেন। এর পরে জো রুট পাক বোলারদের নিয়ে ছেলেখেলা করেন। হ্যারি ব্রুকও সেঞ্চুরি হাঁকান। এই উইকেট থেকে কোনও সহযোগিতাই পাচ্ছে না বোলাররা। টেস্টের জন্য এমন পিচ থেকে পিটারসেন কটাক্ষ করেছেন পিসিবি-কে। পাকিস্তান ক্রিকেট টেস্ট ফরম্যাটকে ধীরে ধীরে ধ্বংসের পথে পাঠিয়ে দিচ্ছে বলেই মনে করছেন পিটারসেন।