আজকাল ওয়েবডেস্ক: সঞ্জু স্যামসনকে নিয়ে হঠাৎই বিতর্ক। চ্যাম্পিয়ন্স ট্রফির দল বাছাই করা হয়েছে। সেই দলে সুযোগ পাননি সঞ্জু  স্যামসন। শশী থারুর তোপ দেগেছেন কেরল ক্রিকেট সংস্থার বিরুদ্ধে। কেরল ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট জয়েশ জর্জ কিন্তু কাঠগড়ায় তুলছেন সঞ্জুকেই। বিজয় হাজারে ট্রফিতে কেরলের হয়ে প্রতিনিধিত্ব করেননি সঞ্জু। তাঁকে দলে নেওয়া হয়নি। আর এই দলে না নেওয়ার জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন সঞ্জু। শশী থারুরের মতো অনেকেই এমনটা মনে করেন। 

জয়েশ জর্জ খবরের ভিতরের খবর তুলে ধরছেন। তিনি বলছেন, ''বিজয় হাজারে ট্রফির দল থেকে বাদ পড়ার জন্যই যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি সঞ্জুর, এব্যাপারে আমি নিশ্চিত নই। বিজয় হাজারে ট্রফির স্কোয়াডে সঞ্জুকে না নেওয়ার কারণ অন্য। মাত্র এক লাইন মেসেজের মাধ্যমে দায়সাড়া ভাবে সঞ্জু জানিয়েছিল তিরিশ জনের প্রস্তুতি শিবিরে ও থাকতে পারবে না। আমরা তো ভেবেছিলাম ও দলকে নেতৃত্ব দেবে। কারণ সাদা বলের ফরম্যাটে সঞ্জুই আমাদের অধিনায়ক। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিয়েছিল।'' 

এক লাইন মেসেজ পাঠিয়ে সঞ্জু জানিয়েছিলেন তিনি প্রস্তুতি ক্যাম্পে থাকতে পারবেন না। সেই তিনিই আবার পরে জানান, দল নির্বাচনের জন্য তাঁর কথা ভাবা যেতে পারে। কেরল ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট জানান, যখন খুশি মনে করলাম আর রাজ্য দলের হয়ে খেলতে নেমে পড়লাম, এমনটা হবে না। জয়েশ জর্জ বলছেন, ''আমরা দল ঘোষণা করি। তার পরে সঞ্জু মেসেজ করে জানায় দলে ওকে রাখা যেতে পারে। সঞ্জু স্যামসন হোক বা অন্য় কেউ, কেরল  ক্রিকেট সংস্থার নির্দিষ্ট নীতি রয়েছে। সেই নীতিকে শ্রদ্ধা করা উচিত সবার। আমরা সবাই জানি দলে জায়গা পাওয়ার জন্য সঞ্জুর প্রস্তুতি ক্যাম্পের দরকার নেই। তবে কেরল দলে যখন খুশি এলেই কি প্রতিনিধিত্ব করা যায়? ভারতীয় দলে কীভাবে পৌঁছল সঞ্জু? কেরল ক্রিকেট সংস্থার জন্যই সম্ভব হয়েছে। তার মানে এই নয় যে যখন খুশি এসে কেরলের হয়ে খেলা যাবে।'' 

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেয়ে বিতর্ক তৈরি করে দিলেন সঞ্জু স্যামসন।