আজকাল ওয়েবডেস্ক: ব্রিসবেন টেস্ট ড্র হওয়ায় সিরিজের ফয়সালা নির্ভর করছে মেলবোর্ন এবং সিডনি টেস্টের ওপর। তার আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। বর্ডার-গাভাসকর ট্রফির বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেলেন জস হ্যাজেলউড। চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। ব্রিসবেনে আবার দলে ফেরেন। কিন্তু আবারও চোট। গাব্বায় ভারতের প্রথম ইনিংসের শেষদিকে চোট পেয়ে মাঠ ছাড়েন তারকা পেসার। সিরিজের বাকি দুই গুরুত্বপূর্ণ টেস্ট থেকে ছিটকে গিয়ে চূড়ান্ত হতাশ।

হ্যাজেলউড বলেন, 'আমি খুবই হতাশ। টেস্ট শুরু হওয়ার আগে আমি পুরোপুরি ফিট হয়ে গিয়েছিলাম। কিন্তু বল করার সময় আবার ব্যথা অনুভব করি। তবে আমার মনে হয় এটার সঙ্গে আগের চোটের কোনও সম্পর্ক নেই। পেশিতে টান লেগেছে। তবে আরও খতিয়ে দেখতে হবে।' অতীতে একাধিক চোটে ভোগেন হ্যাজেলউড। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। এদিন সেই নিয়ে হ্যাজেলউড বলেন, 'আমার সাইড স্ট্রেন এবং কাফ মাসেলে চোট পাওয়ার প্রবণতা রয়েছে। এর ফলে আমি শেষ চার মাসের অধিকাংশ সময় মাঠের বাইরে ছিলাম। এবার আরও একটা যুক্ত হল। গত এক বছরে আমি অনেক সমস্যা অতিক্রম করেছি। আশা করছি এবারও করব।' হ্যাজেলউড ছাড়াও ব্রিসবেন টেস্টে চোট পান ট্রাভিস‌ হেড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় কুঁচকির চোটে ভোগেন। মেলবোর্ন টেস্টে অনিশ্চিত ছন্দে থাকা তারকা। শেষপর্যন্ত হেড খেলতে না পারলে, বিরাট বড় ধাক্কা খাবে অজি শিবির।