আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসেরের হেড কোচ হলেন জর্জ জেসাস। স্টেফানো পিওলি সরে গিয়েছেন। তাঁর ছেড়ে যাওয়া চেয়ারে বসতে চলেছেন পর্তুগিজ কোচ। 

জর্জ জেসাস নিজেই জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁকে কোচের চেয়ারে বসার জন্য অনুরোধ করেছেন। 

এর আগে জর্জ জেসাস সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের কোচ ছিলেন। দু'বছর তিনি কাজ করেন আল হিলালে। সৌদি লিগে এটা তাঁর দ্বিতীয় ইনিংস। 

উপস্থিত সাংবাদিকদের জেসাস বলেন, ''রোনাল্ডোর আমন্ত্রণ ছাড়া আমি আসতেই পারতাম না। দারুণ মোটিভেশন। আল নাসেরকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করব। সৌদি আরবের অন্যতম সেরা ক্লাব আল নাসের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সব সময়ে জিততে চায়। যেখানেই গিয়েছে জয়ী হয়েছে। একমাত্র সৌদি আরবে খেতাব জেতেনি রোনাল্ডো। আমি যদি সাহায্য করতে পারি।'' 

Jorge Jesus will have Cristiano Ronaldo under his orders. Screenhot/AlNassrFC

আরও পড়ুন: ভারতের সাজঘরে চিন্তার মেঘ, চতুর্থ টেস্টে কি দুই তুরুপের তাসকে পাবেন গিল?

২০২৪-২৫ মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পরে আল হিলালের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন জেসাস। ২০২৩-২৪ মরশুমে আল হিলাল ত্রিমুকুট জেতে তাঁর কোচিংয়ে। সৌদি প্রো লিগ, কিংস কাপ এবং সৌদি সুপার কাপ জিতেছিল হিলাল। 

৭০ বছর বয়সী কোচ এর আগে পর্তুগালের বেনফিকা ও স্পোর্টিং সিপি-র কোচ হিসেবে কাজ করেন। ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোতেও কোচিং করিয়েছেন তিনি। সম্প্রতি রোনাল্ডোর সঙ্গে চুক্তি বাড়িয়েছে আল নাসের। ২০২৭ সাল পর্যন্ত সিআর সেভেনের সঙ্গে চুক্তি আল নাসেরের। 

রোনাল্ডো আল নাসেরে যোগ দেন ২০২২ সালে। ২০২২ সালের ডিসেম্বরে আল নাসেরে যোগ দেন রোনাল্ডো।  আল নাসেরের জার্সিতে ১১১টি ম্যাচে ৯৯টি গোল করেন তিনি। 

সৌদিতেই বাকি জীবনটা কাটাতে চান রোনাল্ডো। এক সাক্ষাৎকারে সেই কথা জানিয়েছিলেন মহাতারকা। রোনাল্ডো বলেন,  ''আমার পরিবার সবসময়ে আমার সিদ্ধান্তকে সমর্থন করে গিয়েছে। সৌদি আরবে আমরা সুখে রয়েছি। এখানকার মানুষ আমাদের ভালবাসা দিয়েছেন। আন্তরিকতার সঙ্গে আমাদের গ্রহণ করেছেন। এখানেই বাকি জীবন কাটাতে চাই।'' 

আল নাসের তাঁকে দারুণ সুযোগ সুবিধা দিচ্ছে। প্রত্যেক বছর ক্লাব থেকে তাঁর আয় ১৭৮ মিলিয়ন পাউন্ড। দুই বছরে ভারতীয় মুদ্রায় তাঁর আয় প্রায় ২০০০ কোটি। দ্বিতীয় বছরে বাড়তি বোনাস আছে। এছাড়াও অনেক সুযোগ সুবিধা রয়েছে। সৌদি প্রো লিগ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, গোল্ডেন বুট জিতলে বাড়তি বোনাস থাকছে। এছাড়াও গোল করার, অ্যাসিস্ট করার জন্য বাড়তি টাকা। যা দ্বিতীয় বছর ২০ শতাংশ বাড়বে। থাকছে আল নাসের ক্লাবের ১৫ শতাংশ মালিকানা। পাবেন প্রাইভেট জেট। আগের চুক্তির দ্বিগুণ সুযোগসুবিধা।

?ref_src=twsrc%5Etfw">July 15, 2025

পর্তুগিজ তারকা যোগ দেওয়ার পর এই ট্রেন্ড আরও বেড়ে গিয়েছে। সৌদি প্রো লিগে তৃতীয় স্থানে শেষ করে আল নাসের। ফের ট্রফিহীন। তারপর সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো পোস্ট করেন, 'এই পর্ব শেষ।' কিন্তু তার পরই উলট-পুরাণ।‌ সৌদির ক্লাবের বাম্পার অফের প্রত্যাখ্যান করতে পারেননি। এবার তিনি নিজের দেশের অভিজ্ঞ কোচকে আনছেন আল নাসেরে।   

আরও পড়ুন:  ডার্বির আগে ধাক্কা, পাঠচক্রের কাছে হার ইস্টবেঙ্গলের