আজকাল ওয়েবডেস্ক: সাসপেন্ড করা হল সিএবি-র যুগ্ম সচিব দেবব্রত দাসকে। বৃহস্পতিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেবব্রত দাসের বিরুদ্ধে যতদিন তদন্ত চলবে, ততদিন তাঁকে সাসপেন্ড থাকতে হবে। সিএবি-র কোনও মিটিংয়ে উপস্থিত থাকতে পারবেন না তিনি। এ কথা জানিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলিআত্মপক্ষ সমর্থনের জন্য সময় চেয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় দিতে রাজি হয়নি অ্যাপেক্স কাউন্সিল।

দেবব্রত দাসের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ জমা হচ্ছিল অনেকদিন ধরেই। অভিযোগের পাহাড় জমছিল। বাংলা দলে সুযোগ করে দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে ক্রিকেটারদের কাছ থেকে টাকা তুলেছেন। আরও অভিযোগ জমা হয়েছিল তাঁর নামে। 

আরও পড়ুন: রামধনুর মতো বাঁক খাওয়ানো সুইংয়ে হ্যাটট্রিক, পাকিস্তানের বিরুদ্ধে ওই পারফরম্যান্স নিয়ে কথাই বলেন না পাঠান, কেন?

এদিন সিএবি-র তরফ থেকে জানানো হয়, আগামী ৬ মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। আর এই সময়ে তিনি কোনও পদে থাকতে পারবেন না। ৬ আগস্ট সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেই দেবব্রতকে শো কজ করা হয়েছিল। এদিন তাঁকে সাসপেন্ড করা হল।

এদিকে লোধা নিয়ম মেনেই সিএবি-তে নির্বাচন হবে। অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের শেষে স্নেহাশিস জানান, "২২ সেপ্টেম্বর এজিএম হবে। লোধা কমিটির নিয়ম মেনেই নির্বাচন হবে। পরে স্পোর্টস বিল প্রয়োগ হলে তখন বিসিসিআই যে I যে নির্দেশ দেবে সেই ভাবে এগোবে সিএবি

 

আরও পড়ুন: নতুন দলের হয়ে অভিষেক হবে পৃথ্বী শর, কোন টুর্নামেন্টে খেলতে দেখা বিতর্কিত তারকাকে? ...