আজকাল ওয়েবডেস্ক: শচীন তেণ্ডুলকরের রেকর্ড ভাঙলেন ইংল্যান্ডের তারকা জো রুট। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রানের মালিক তিনিই। এতদিন চতুর্থ ইনিংসে ১৬২৫ রান নিয়ে শীর্ষে ছিলেন মাস্টার ব্লাস্টার। কিন্তু এদিন অপরাজিত ২৩ রান করায় রুট ছাপিয়ে যান শচীনকেও। চতুর্থ ইনিংসে রুটের রান এখন ১৬৩০।

চতুর্থ ইনিংসে যে পাঁচজন সবচেয়ে বেশি রান করেছেন, সেই শচীন, গ্রেম স্মিথ, অ্যালাস্টেয়ার কুক ও চন্দ্রপল ব্যাট-প্যাড আগেই তুলে রেখেছেন। 

ক্রাইস্টচার্চে ইংল্যান্ড টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছে। প্রথম ইনিংসে রুট আউট হন ০ রানে। দ্বিতীয় ইনিংসে তিনি অপরাজিত থেকে ইংল্যান্ডকে জয় এনে দেন।

 তৃতীয় দিনের শেষেই জয়ের গন্ধ পেয়েছিল  ইংল্যান্ডের সাজঘর। চতুর্থ দিনে সরকারি ভাবে প্রথম টেস্ট ম্যাচ জিতে নিল ইংরেজ-বাহিনী। 

জেতার জন্য ইংল্যান্ডের টার্গেট ছিল ১০৪ রান। ১২.৪ ওভারে ২ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় বেন স্টোকসের দল।

জ্যাকব বেথেল ৩৭ বলে পঞ্চাশ করেন। জো রুট করেন ১৫ বলে ২৩। দু'জনেই অপরাজিত থেকে যান। বেন ডাকেট করেন ১৮ বলে ২৭ রান।


নিউজিল্যান্ডকে হারানোর পিছনে বড় অবদান ব্রাইডন কার্সের। দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪টি উইকেট। ১০ উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা। 

৬ উইকেট ১৫৫ রান নিয়ে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড থেমে যায় ২৫৪ রানে।  ড্যারিল মিচেল করেন ৮৪ রান। 

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩৪৮ রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ড করে ৪৯৯ রান। এই জয়ের ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০-এ এগিয়ে গেল ইংল্যান্ড।