আজকাল ওয়েবডেস্ক: পর্তুগিজ ফুল-ব্যাক জোয়াও ক্যানসেলো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল ছাড়তে চলেছেন।
ফুটবল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানোর দাবি অনুযায়ী, আল হিলালের হেড কোচ সিমিয়নে ইনজাগির সঙ্গে মতবিরোধের জেরেই ক্যানসেলোর সৌদি আরব অধ্যায় প্রায় শেষের পথে।
৩১ বছর বয়সি এই ডিফেন্ডার সৌদি আরবে কঠিন সময় কাটিয়েছেন। চলতি মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ছ’টি ম্যাচে মাঠে নামতে পেরেছেন তিনি।
এমনকী, সম্প্রতি আল হিলালের পরিকল্পনার বাইরে চলে গিয়েছেন ক্যানসেলো এবং মরশুমের দ্বিতীয়ার্ধে বিভিন্ন প্রতিযোগিতার জন্য তাঁর নাম রেজিস্টার করার সম্ভাবনাও কম।
ফলে জানুয়ারিতেই তাঁর ক্লাব ছাড়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এরই মধ্যে বার্সেলোনা ক্যানসেলোকে ক্যাম্প ন্যুতে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে যোগাযোগ শুরু করেছে বলে খবর।
এর আগে লোনে বার্সেলোনার জার্সিতে খেলেছিলেন পর্তুগিজ তারকা। জানা যাচ্ছে, স্পেনে ফেরার ব্যাপারে আগ্রহী ক্যানসেলো নিজেও। কেরিয়ারে ফের বার্সার জার্সি পরার ইচ্ছার কথা তাঁর প্রতিনিধিরাও জানেন।
তবে এই ট্রান্সফার মোটেও সহজ নয়। নতুন কোচ হ্যান্সি ফ্লিক জানুয়ারিতে রক্ষণভাগ শক্তিশালী করার কথা বললেও, তাঁর প্রধান লক্ষ্য একজন সেন্টার-ব্যাক দলে নেওয়া, অ্যাটাকিং ফুল-ব্যাক নয়।
তবুও ক্যানসেলোর বহুমুখী খেলার ক্ষমতা বার্সেলোনার পক্ষে যেতে পারে। ক্যানসেলো বার্সায় যোগ দিলে জুলস কুন্ডেকে ফের সেন্টার-ব্যাকে খেলানো সম্ভব হবে।
ফলে, প্রথম একাদশ সাজানোর ক্ষেত্রে হ্যান্সি ফ্লিকের কাছে কৌশলগতভাবে আরও অপশন বাড়বে। তবে বার্সেলোনার বোর্ডের একাংশ এই ট্রান্সফারের বিরোধিতা করছে এবং এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি।
অন্যদিকে, ইন্টার মিলানও অনেকটাই এগিয়ে রয়েছে। স্পোর্ট মিডিয়াসেটের রিপোর্ট অনুযায়ী, ইন্টার ইতিমধ্যেই আল হিলালের সঙ্গে ছয় মাসের লোন চুক্তি নিয়ে নীতিগত সমঝোতায় পৌঁছেছে।
ইন্টারের কাছে ক্যানসেলো একজন অভিজ্ঞ এবং স্বল্পমেয়াদি সমাধান, যিনি মরশুমের গুরুত্বপূর্ণ সময়ে দলকে তাৎক্ষণিকভাবে শক্তিশালী করতে পারবেন।
এছাড়াও জুভেন্টাস ক্যানসেলোর পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিয়েছে, ফলে ক্লাবগুলির মধ্যে প্রতিযোগিতা আরও বেড়েছে। যদিও ক্যানসেলোর প্রথম পছন্দ এখনও বার্সেলোনা, তবে কাতালান ক্লাব যদি সিদ্ধান্ত নিতে দেরি করে, তাহলে সান সিরোতে ইন্টার মিলানে তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা ক্রমশ বাস্তব হয়ে উঠছে।
