আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। সরকারিভাবে একথা আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারত। এরপরেই শুরু হয়েছে যত সমস্যা। পিসিবি ক্রীড়া আদালতে যাওয়ার কথা জানিয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় বোর্ডের উপর ভয়ঙ্কর রেগে গেছেন জাভেদ মিয়াঁদাদ। 


সংবাদমাধ্যমের প্রতিবেদনে মিয়াঁদাদ বলেছেন, ‘‌এটা মোটেই মজা করার মতো ব্যাপার নয়। ভারতের সঙ্গে কোনও দিন না খেললেও পাকিস্তানের ক্ষতি হবে না। উল্টে লাভই হবে। আগেও সেটা দেখা গিয়েছে। আমি দেখতে চাই ভারত–পাকিস্তানের ম্যাচ ছাড়া আইসিসি কীভাবে টাকা রোজগার করে।’‌ 


প্রসঙ্গত, দু’দেশ শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ২০১২–১৩ সালে। ভারত সে বার এক দিনের সিরিজে ২–১ জিতেছিল। টি২০ সিরিজ ১–১ হয়েছিল। ভারতের সিদ্ধান্তে প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফ বলেছেন, ‘‌যথেষ্ট হয়েছে। বাকি দেশগুলো কোনও সমস্যা ছাড়াই পাকিস্তানে খেলতে আসছে। ভারত যে সিদ্ধান্ত নিল সেটা পুরোপুরি রাজনৈতিক। যে কোনও খেলাতেই এটা গ্রহণযোগ্য নয়।’‌ ইনজামাম উল হক রেগে গিয়ে বলেছেন, ‘‌এত বড় একটা ক্রিকেট প্রতিযোগিতার অসম্মান করছে ভারত। পাকিস্তানে ভারতীয় দলের কোনও বিপদ নেই। বরং এখানে সেরা পরিষেবা পাবে ওরা।’‌ প্রাক্তন ক্রিকেটার মহসিন খান বলেছেন, ‘‌ভারতীয় বোর্ড সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় বিবেচনা করতে পারত।’‌