আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলছেন যশপ্রীত বুমরা। গুজরাট টাইটান্সের সঙ্গে চলছে এলিমিনেটর। এরপরই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড পাড়ি দেবেন। তবে তারকা পেসারের পিঠের যা অবস্থা তাতে সব টেস্টে খেলার সম্ভাবনা নেই। তবে ইংল্যান্ডে খেলা যে বড় চ্যালেঞ্জ সেটা জানিয়ে দিলেন বিশ্বের একনম্বর পেসার। বুমরা বলেন, 'ইংল্যান্ডে খেলা সবসময় বড় চ্যালেঞ্জ। আমি ডিউকস বলে বল করতে পছন্দ করি। তবে বর্তমানে ডিউকস বলে খেলা কেমন হবে জানি না। কারণ বলে নিয়মিত পরিবর্তন হচ্ছে। ওখানে পরিবেশ, সুইং আলাদা। বল নরম হয়ে গেলে চ্যালেঞ্জিং হয়ে যায়। তাই আমি সবসময় ইংল্যান্ডে খেলার জন্য মুখিয়ে থাকি।'
বর্তমানে বোলারদের মধ্যে সেরা বুমরা। ৪৫ টেস্টে তাঁর উইকেট সংখ্যা ২০৫। উইকেটের দিক থেকে একনম্বরে না থাকলেও, তাঁর ইম্প্যাক্ট একনম্বরে পৌঁছে দিয়েছে। তবে ক্রিকেট জীবনে বেশ কয়েকবার চোটের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। অস্ট্রেলিয়ায় পিঠের চোটের জন্য শেষ টেস্টে খেলতে পারেননি। জানেন, ইংল্যান্ডে টানা পাঁচ ম্যাচ খেলা সম্ভব নয়। বুমরা বলেন, 'আমি এই খেলাটার প্রেমে পড়ে গিয়েছি। এবার অস্ট্রেলিয়ায় অনেকে আমার বোলিং অ্যাকশন নকল করার চেষ্টা করেছে। তবে এই যাত্রা চিরকাল চলবে না। তবে যাত্রা শেষ হওয়ার পর, এই খেলাকে কিছু ফিরিয়ে দিতে চাই। কারণ আজ আমি যেখানে আছি এবং যা অর্জন করেছি, সবটাই এই খেলার জন্য। তাই আমি খেলাটার প্রতি কৃতজ্ঞ। একজনের পক্ষে টানা খেলা কঠিন। আমি বেশ কিছু বছর ধরে সেটা করছি। তবে নিজের শরীরকে বুঝতে হয়। গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বেছে নিতে হয়। একটু স্মার্ট ক্রিকেট খেলতে হবে।' কথায় বুঝিয়ে দিলেন, সব ফরম্যাটে সব টুর্নামেন্টে আর দেখা যাবে না তাঁকে। তবে এখনই রোহিত, কোহলির পদাঙ্ক অনুসরণ করার ইচ্ছে নেই। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার ইচ্ছাপ্রকাশ করেন বুমরা।
