আজকাল ওয়েবডেস্ক: সদ্য শেষ হওয়া বর্ডার গাভাসকার সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ভারতের তারকা পেস বোলার জসপ্রীত বুমরা। ভারত ৩-১ ফলাফলে সিরিজ হারলেও বুমরার বোলিং মুগ্ধ করেছে সারা বিশ্বকে। গোটা সিরিজ জুড়ে বুমরাকে খেলতে গিয়ে সমস্যায় পড়েছেন অজি ব্যাটাররা। দল হারলেও বুমরা সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন। আর বিজিটি শেষের পর বুমরার প্রশংসায় অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। এক পডকাস্টে বুমরা সম্পর্কে বলতে গিয়ে তাঁর প্রশংসা এমন জায়গায় গিয়েছে যে তিনি জানিয়েছেন, বুমরা এমন একজন বোলার যিনি কিংবদন্তি ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যানকেও সমস্যায় ফেলতে পারতেন। ২০২৪ সাল জুড়েই বুমরার দুর্দান্ত পারফরম্যান্স গোটা ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

 

বিজিটির পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বুমরা। গিলক্রিস্ট বলেন, ‘আমি বুমরাকে কোনও ব়্যাঙ্কিংয়ে রাখতে চাই না। কারণ এমন কোনও রেটিং বা ব়্যাঙ্কিং নেই যা তাঁর প্রাপ্য। এটুকু বলতে পারি, তিনি ব্র্যাডম্যানের সময়ে বল হাতে নিলে ব্র্যাডম্যানের গড় ৯৯.৯৪ তো দূরে থাক, আরও অনেক নিচে নেমে যেত। বুমরার বোলিং এতটাই বিধ্বংসী যে কোনও ব্যাটারই তাঁর সামনে টিকে থাকতে পারত না’। তিনি আরও যোগ করেন, ‘বুমরার মতো পেস বোলার বর্তমান যুগে ক্রিকেট বিশ্বে বিরল। বলে গতির বৈচিত্র্য এবং নিখুঁত লাইন লেন্থই তাঁকে এই জায়গায় নিয়ে গিয়েছে। এমন একজন বোলারকে তাঁর সাফল্যের জন্য যতই পুরস্কৃত করা হোক না কেন, তা যথেষ্ট নয়’।