আজকাল ওয়েবডেস্ক: সিডনি টেস্টে পিঠের ব্যথায় দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি বুমরা। এবার ভারতের তারকা পেসারকে নিয়ে যে খবর ভেসে আসছে, তা হল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই তারকা পেসারকে ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের হোম সিরিজে বিশ্রাম দেওয়া হবে। উল্লেখ্য চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।
অনেকেরই মত, অস্ট্রেলিয়ায় বুমরা ছিলেন বলেই সিরিজ একপেশে হয়নি। সিডনিতে পিঠের ব্যথায় কাবু বুমরাকে যেতে হয় হাসপাতালেও। গোটা সিরিজে প্রায় দেড়শো ওভার বল করেছেন বুমরা। অতিরিক্ত ক্রিকেটের জন্যই কি এই অবস্থা তাঁর? বুমরার পিঠের ব্যথা কতটা, তা অবশ্য এখনও পরিষ্কার নয়। কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই বুমরাকে বিশ্রাম দেওয়া হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে।
প্রথমে জানা গিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে বুমরা হয়তো দুটি সীমিত ওভারের ম্যাচ খেলবেন ইংল্যান্ডের বিরুদ্ধে।
কিন্তু অস্ট্রেলিয়ায় পিঠের ব্যথা হওয়ায় বুমরা হয়তো গোটা সিরিজ থেকেই সরে দাঁড়াবেন। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে ভারত। ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজ।
