আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সিরিজে সব ম্যাচে হয়ত পাওয়া যাবে না জসপ্রীত বুমরাকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ২০ জুন থেকে শুরু হবে ভারত–ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ। প্রথম খেলা হেডিংলিতে।
রোহিত ও বিরাটের অবসরের পর টেস্ট দল নিয়ে আগ্রহ সবার। সূত্রের খবর, শনিবারই দল ঘোষণা হবে। নতুন নেতার নাম ঘোষণা করা হবে।
টেস্টে নতুন অধিনায়ক হিসেবে গিল, বুমরা, পন্থদের নাম রয়েছে পছন্দের তালিকায়। তবে জানা যাচ্ছে বুমরা নাকি বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন, তিনটির বেশি টেস্টের ধকল তিনি নিতে পারবেন না। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বুমরা ইতিমধ্যেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন, তাঁর শরীর তিনটির বেশি টেস্টের ধকল নিতে পারবে না। আর তাই বুমরাকে অধিনায়ক করা হবে কিনা তা নিয়ে বোর্ড কর্তারা ভেবে চলেছেন।’
প্রসঙ্গত, বর্ডার–গাভাসকার ট্রফিতে পাঁচ টেস্টেই খেলেছিলেন বুমরা। সিডনিতে শেষ টেস্টে চোট পান। অতিরিক্ত ওয়ার্কলোডই এই চোটের বড় কারণ। তাই বুমরা আর ঝুঁকি নিতে চাইছেন না। এদিকে, আরেক পেসার সামি ফর্মে না থাকায় চিন্তা আরও বাড়ল। তাঁকে সম্ভবত দলে নেওয়া হবে না। বুমরা তিনটির বেশি টেস্ট না খেলতে পারলে ভারতীয় বোলিং অনভিজ্ঞ হয়ে পড়বে।
বোর্ডের মেডিক্যাল টিম জানিয়েছে, লাল বলের ক্রিকেটের ধকল সামি এখন নিতে পারবেন না। চলতি সপ্তাহেই বোর্ডের মেডিক্যাল দলের সদস্যরা লখনউ গিয়েছিলেন। তাঁর ফিটনেস সম্পর্কে ধারণা নিয়ে ফিরেছেন। এবার বুমরা যা জানালেন বোর্ডকে, তাতে টিম ইন্ডিয়ার বোলিং নিয়ে চিন্তা বাড়ল। এমনকী অধিনায়কত্ব নিয়েও।
