আজকাল ওয়েবডেস্ক:‌ জম্মু–কাশ্মীর ক্রিকেটে তীব্র বিতর্ক। ব্যাটারের হেলমেটে প্যালেস্তাইনের পতাকা থাকায় বিতর্ক দেখা দিয়েছে। এই ঘটনা নজরে আসতেই সংশ্লিষ্ট ক্রিকেটার ও টুর্নামেন্টের আয়োজকদের তলব করেছে পুলিশ। জানা গেছে, অভিযুক্ত ওই ক্রিকেটারের নাম ফুরকান উল হক। জম্মুতে আয়োজিত স্থানীয় একটি প্রতিযোগিতার এই ঘটনায় শুরু হয়েছে তীব্র বিতর্ক।


এটা ঘটনা, ভারতীয় দলের ক্রিকেটাররা তাঁদের হেলমেটে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) লোগোর উপর ভারতের জাতীয় পতাকার স্টিকার লাগিয়ে খেলেন। কিন্তু জম্মু–কাশ্মীরের এক ব্যাটার মাঠে নেমে পড়লেন হেলমেটে প্যালেস্তাইনের পতাকা লাগিয়ে। এই ঘটনা স্থানীয় প্রশাসনের নজরে আসতেই পদক্ষেপ করেছে জম্মু–কাশ্মীর পুলিশ। সংশ্লিষ্ট ক্রিকেটার এবং প্রতিযোগিতার আয়োজকদের তলব করা হয়েছে। জম্মু–কাশ্মীর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘একজন ক্রিকেটার এবং আয়োজকদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। জম্মুর একটি ক্রিকেট প্রতিযোগিতায় ওই ক্রিকেটার প্যালেস্তাইনের পতাকা হেলমেটে লাগিয়ে খেলেছেন। আয়োজকদের নজর কীভাবে এড়িয়ে গেল, সেটাও খতিয়ে দেখা হবে।’‌ 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার জম্মু–কাশ্মীর চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটে মুখোমুখি হয়েছিল জেকে ১১ কিংস এবং জম্মু ট্রেইলব্লেজার। সেই ম্যাচেই হেলমেটে প্যালেস্তাইনের পতাকা লাগিয়ে ব্যাট করতে নামেন ফুরকান উল হক। তিনি আয়োজকদের অনুমতি নিয়ে হেলমেটে প্যালেস্তাইনের পতাকা ব্যবহার করেছিলেন কিনা, তা– খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রয়োজনে আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। 


এদিকে, পুলিশ জানিয়েছে প্রতিযোগিতার আয়োজকরা কোনও রাজ্য বা জাতীয় ক্রীড়াসংস্থার সঙ্গে যুক্ত নন। জম্মু–কাশ্মীর পুলিশের এক কর্তার কথায়, ‘‌এখনও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত শুরু হয়েছে। সবটা খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে। দোষী প্রমাণিত হলে উপযুক্ত শাস্তিও দেওয়া হবে।’ এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৪ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। 

এদিকে, সিডনি টেস্টের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন উসমান খোয়াজা। জানিয়ে দিয়েছেন ৩৯ বছরের অজি ওপেনার।


দেশের হয়ে এখনও অবধি ৮৭ টেস্ট খেলেছেন এই বাঁহাতি ওপেনার। সিডনি হবে তাঁর ৮৮ তম টেস্ট। ২০১১ সালে এই সিডনিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল খোয়াজার। সেই মাঠেই খেলবেন বিদায়ী টেস্ট। ৪ জানুয়ারি থেকে শুরু হবে সিডনি টেস্ট।