আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত ফরম্যাটের শেষ ম্যাচে জয়ে ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া। শনিবার তিরুঅনন্তপুরমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা সিরিজের শেষ টি-২০ খেলতে নামবে ভারতীয় দল। চার ম্যাচের শেষে ৩-১ এ এগিয়ে ভারত। জয়ের হ্যাটট্রিকে আগেই সিরিজ পকেটে পুরে নিয়েছেন সূর্যকুমার যাদবরা। নিয়মরক্ষার চতুর্থ ম্যাচে হারে ভারত। এবার জয় দিয়ে সিরিজ শেষ করতে মরিয়া থাকবে টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনামে ৫০ রানে জেতে নিউজিল্যান্ড। অর্ধশতরান করেন টিম সেইফার্ট। উল্লেখযোগ্য অবদান রাখেন ডেভন কনওয়ে এবং ড্যারেল মিচেল। দুরন্ত ছন্দে ছিলেন শিবম দুবে। কিন্তু উল্টোদিকে কোনও সমর্থন পাননি।
শনিবার টি-২০ বিশ্বকাপের আগে ভারতের শেষ ম্যাচ। তাই আশা করা যায়, কোনও পরীক্ষার পথে হাঁটবেন না সূর্যকুমার যাদব, গৌতম গম্ভীররা। বিশ্বকাপের কম্বিনেশন ধরে রাখা হবে। ঘরের মাঠে খেলবেন সঞ্জু স্যামসন। ফর্ম ফিরে পাওয়ার আদর্শ মঞ্চ তাঁর সামনে। প্রথম ৪ ম্যাচে মাত্র ৪০ রান করেন উইকেটকিপার ব্যাটার। শনিবার অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে নেমে বড় রানের আশায় থাকবেন সঞ্জু। পঞ্চম টি-২০ তে ফিরতে পারেন ঈশান কিষাণ। তিন নম্বরে নামবেন। চারে ব্যাট করবেন সূর্যকুমার। শিবম দুবের ব্যাট থেকে আরও একটি বিধ্বংসী ইনিংসের অপেক্ষা থাকবে। পাশাপাশি বল হাতেও অবদান রাখতে চাইবেন ভারতীয় অলরাউন্ডার।
প্রথম টি-২০ ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন অক্ষর প্যাটেল। শনিবার তাঁর দলে ফেরার সম্ভাবনা প্রবল। দুই স্পিনার বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। পেসারদের মধ্যে খেলবেন যশপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং। প্রথম চার ম্যাচে খেলায় বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিক পাণ্ডিয়াকে। তবে বিশ্বকাপের কম্বিনেশন ধরে রাখতে চাইলে, খেলানো হবে তারকা অলরাউন্ডারকে। এছাড়া দলে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের দিন শুরুতেই জোড়া উইকেট হারানোয় পাওয়ার প্লের মধ্যে চার নম্বরে ব্যাট করতে পাঠানো হয় রিঙ্কু সিংকে। এদিনও ভারত দ্রুত উইকেট হারালে কেকেআরের ফিনিশারকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে। টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। সহজ গ্রুপে ভারত। সূর্যদের প্রথম প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপের বাকি ম্যাচে নামিবিয়া, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের মুখোমুখি টিম ইন্ডিয়া। সুপার এইটে যাওয়া নিশ্চিত। খেতাব ধরে রাখতে মরিয়া থাকবেন রোহিত শর্মার উত্তরসূরি।
