আজকাল ওয়েবডেস্ক: প্রথম বল হোক বা নার্ভাস নাইন্টি, বেপরোয়া শট খেলতে দ্বিধাবোধ করতেন না বীরেন্দ্র শেহবাগ। 

তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেটে ছড়িয়ে রয়েছে কত গল্প, তার ইয়ত্তা নেই। সেই বীরু অর্থাৎ বীরেন্দ্র শেহবাগকে নিয়ে শোনা যাচ্ছে অন্য এক গল্প। 

শেহবাগ ও তাঁর স্ত্রী আরতির সম্পর্ক কি ভেঙে গিয়েছে? বিবাহ বিচ্ছেদের দিকে কি এগোচ্ছেন তাঁরা? 

২০০৪ সালে শেহবাগের সঙ্গে বিয়ে হয়েছিল আরতির। সেই বিয়েই নাকি ভাঙতে বসেছে। একটি ওয়েবসাইটের খবর এমনই। সেই প্রতিবেদন অনুযায়ী, দু'জনে প্রায় এক বছরের বেশি সময় আলাদা রয়েছেন। 

পরিবার নিয়ে ছবি শেহবাগ পোস্ট করেন না সোশ্যাল মিডিয়ায়। নিজের পরিবারকে মিডিয়া থেকে দূরে সরিয়ে রাখেন। ২০২৪ সালের দিওয়ালির সময়ে মা ও বড় ছেলে আর্যবীরকে নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন বীরু। কিন্তু সেই ছবিতে ছিলেন না বীরুর স্ত্রী আরতি ও ছোট ছেলে বেদান্ত। 

সেই ছবি দেখার পরে অনেক ভক্তের মনে সন্দেহ দানা বাঁধে। তবে কি আরতি ও শেহবাগ একসঙ্গে থাকেন না? প্রতিবেদন অনুযায়ী, বীরেন্দ্র শেহবাগ তাঁর স্ত্রীকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। তাঁরা দু'জন প্রায় এক বছরের বেশি সময় ধরে আলাদা রয়েছেন। এক ছেলে রয়েছে শেহবাগের সঙ্গে। আরতির সঙ্গে রয়েছে আরেক ছেলে। অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হয়েছে। তবুও যে খবর বেরিয়ে আসছে, তাতে একসময়ের তারকা ওপেনারের সঙ্গে দূরত্ব বেড়েছে আরতির বলেই মনে করা হচ্ছে।  তাঁরা কি বিচ্ছেদের দিকেই এগোচ্ছেন? অনেক প্রশ্নের জন্ম দিয়ে যাচ্ছে, শেহবাগ ও আরতির সম্পর্ক। যদিও দু'জনের কেউই এই বিষয়ে মুখ খোলেননি।