আজকাল ওয়েবডেস্ক: এই ভারতকে রোখা খুব কঠিন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে আটকানো একপ্রকার অসম্ভব। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত দিনকে দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে বলে মনে করেন ভারতের প্রাক্তন তারকা ইরফান পাঠান।
ভারত-নিউ জিল্য়ান্ড তৃতীয় টি-টোয়েন্টি দেখার পরে পাঠান এমনই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২০৮ রান তাড়া করতে ভারতের লেগেছিল ১৫ ওভার।
তৃতীয় টি-টোয়েন্টিতে ১৫৩ তাড়া করতে ভারতের লাগল ১০ ওভার। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়ে সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া।
ইউটিউব চ্যানেলে পাঠান বলেন, ''এই ভারতীয় দলকে হারানো প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। মনে হচ্ছে, ভারতের বিরুদ্ধে যে দলই খেলুক না কেন, সেই দল ধ্বংস হয়ে যাবে। এই মুহূর্তে ভারতীয় দল অসম্ভব ভাল ক্রিকেট খেলছে। তাদের পদ্ধতি অসাধারণ। ভারতের খেলা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো বিশ্বের বড় দলগুলিকেও ভীত করে তুলবে।''
পাঠানের সংযোজন, ''গুয়াহাটিতে ১৫০ রান তাড়া করতে নেমেছিল, তাই না? উইকেট দ্রুত পড়ে গেলেও ভারতের খেলার ধরন বদলাচ্ছে না। সঞ্জু স্যামসন প্রথম বলে আউট হয়ে যাওয়ার পরেও খেলার ধরনে পরিবর্তন আসেনি। উইকেট চলে গেলেও সেই ওভারেই ১৬ রান করতে সক্ষম। একজন বোলার উইকেট নেওয়ার পরে নিরাপদ বোধ করে, কিন্তু ভারতের বিরুদ্ধে কেউই নিরাপদ নয়।''
বিশ্বকাপের আগে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজকে অনেকেই বিশ্বকাপের ড্রেস রিহার্সাল বলে মনে করছেন। পাঠান বলছেন, ''আসন্ন বিশ্বকাপে খেলতে আসা দলগুলিকে ভারতীয় দল ভয় দেখাচ্ছে। ভারত প্রতিটি দলকে সতর্ক করে দিয়ে যাচ্ছে।''
মাত্র ১০ ওভারে ১৫৪ রান ধাওয়া করে জিতে যাচ্ছে ভারত। মাত্র ২০ বলে অভিষেক শর্মা ধ্বংসাত্মক ৬৮ রানের ইনিংস খেলেন। বিশ্বকাপে অভিষেককে শান্ত রাখাই চ্যালেঞ্জ প্রতিপক্ষ দলগুলোর।
