আজকাল ওয়েবডেস্ক: অভিষেক শর্মা-শো সব আলো শুষে নিল উপলে। ৫৫ বলে ১৪১ রানের ইনিংস খেলে পাঞ্জাবের পাহাড়প্রমাণ রান অতিক্রম করে নিল সানরাইজার্স হায়দরাবাদ। 

এই ম্যাচেই লজ্জার রেকর্ড গড়েছেন মহম্মদ সামি। পাঞ্জাব কিংসের ইনিংসের শেষ ওভারে সামির উপর চড়াও হন মার্কাস স্টোয়নিস। শেষ চার বলে চারটি ছক্কা হাঁকান অজি অলরাউন্ডার। সামির নাম লেখা হয়ে গেল রেকর্ড বইয়ের পাতায়। অনাকাঙ্খিত এক রেকর্ড লেখা হয়ে গেল তাঁর নামের পাশে। 

হায়দরাবাদ ও পাঞ্জাব ম্যাচে সামি ৪ ওভার হাত ঘোরালেন। ৭৫ রান দেন। একটি উইকেটও পাননি তিনি। আইপিএলে ভারতীয় কোনও বোলারের এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এটিই। 

সব মিলিয়ে সামি আছেন দুই নম্বরে। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের বোলার জোফ্রা আর্চার ৭৬ রান দিয়ে রয়েছেন এক নম্বরে। ইনিংসের প্রথম তিন বলে সামি দেন দু' রান। ওই ওভারের শেষ তিন বলে সামিকে  তিনটি বাউন্ডারি  মারেন প্রভসিমরান সিং।

পাওয়ার প্লেতে পরের ওভারে সামি দেন ২৩ রান। তিনটি ছক্কা ও একটি চার আসে তাঁর ওভারে। 

তার উপর দিয়ে ঝড় বয়ে যায় ইনিংসের শেষ ওভারে। প্রথম বলে আসে এক রান। পরের বলে দুই রান দেওয়ার পর শেষ চার বল ছক্কায় ওড়ান স্টয়নিস। এই ওভারে আসে মোট ২৭ রান।

চার ওভারে সব মিলিয়ে ৭টি ছক্কা ও ৬টি চার হজম করেন শামি। শেষমেশ অবশ্য সামিকে বাঁচিয়ে দেয় অভিষেক শর্মার দুর্দান্ত ইনিংস। দিনের শেষে অভিষেক শর্মা সব আলো শুষে নেন।