আজকাল ওয়েবডেস্ক: বিতর্কিত রান আউটের জেরে মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও হন গুজরাট টাইটান্স ক্যাপ্টেন শুভমনা গিল। 

সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটসম্যান অভিষেক শর্মাকে গুজরাট অধিনায়ক গিল লাথি মেরে বসেন খেলার ছলে। 

 ১৩তম ওভারের ঘটনা। জিশান আনসারির একটি বল শর্ট ফাইন লেগের দিকে ঠেলে দ্রুত এক রান নেওয়ার চেষ্টা করেন জস বাটলার। 

হর্ষল প্যাটেল দ্রুত বল কুড়িয়ে স্টাইকারের দিকে সরাসরি বল ছোড়েন। স্ট্যাম্পের সামনে অপেক্ষা করছিলেন হেনরিখ  ক্লাসেন। গ্লাভস দিয়ে উইকেট ভাঙেন। দেখে মনে হয়েছিল, বল ধরার আগেই গ্লাভস দিয়ে উইকেট ভেঙে দেন। রিভিউ নেওয়া হয়। 

 

?ref_src=twsrc%5Etfw">May 2, 2025

ক্লাসেনের গ্লাভসে না বল দিয়ে স্ট্যাম্প ভাঙা হয়েছে দেখেন তৃতীয় আম্পায়ার। বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা হয়। একাধিক রিপ্লে দেখার পর আউট দেন। জানান, বল স্ট্যাম্পে লেগেছিল। সিদ্ধান্তে চমকে যান শুভমন। একইসঙ্গে প্রচণ্ড ক্ষিপ্ত হন। কিন্তু প্যাভিলিয়নের দিকে হাঁটা মারা ছাড়া কোনও উপায় ছিল না। 

এই ঘটনা এখানেই শেষ হয়নি। তার রেশ চলে। ডাগআউটে ফেরার পর চুপ করে বসেননি শুভমন। টিভি আম্পায়ার মাইকেল গৌহের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তাঁর ওপর চড়াও হন। ভিডিও ফুটেজ থেকেই যা পরিষ্কার। 

এই চড়াও হওয়ার ঘটনার পরে অভিষেক শর্মাকে লাথি মেরে বসেন গিল। সানরাইজার্স হায়দরাবাদের ইনিংসের ১৪-তম ওভারের ঘটনা। সানরাইজার্স হায়দরাবাদের ফিজিওর কাছ থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সেই সময়ে গিল এগিয়ে এসে অভিষেককে লাথি মেরে বসেন। পরের ওভারেই অভিষেক ফিরে যান আউট হয়ে।