আজকাল ওয়েবডেস্ক: জীবনের সেরা ইনিংস বোধহয় খেললেন শ্রেয়স আইয়ার। পাঞ্জাবকে জেতানোর পরে মেজাজ গরম হল অধিনায়কের। সতীর্থ  শশাঙ্ক সিংয়ের উপরে ঝাল ঝাড়লেন। 

শশাঙ্ক মাত্র ২ রান করে আউট হন। হার্দিক পাণ্ডিয়ার ডাইরেক্ট থ্রো-তে রান আউট হন পাঞ্জাবের ব্যাটসম্যান। সেই সময়ে শশাঙ্কের সঙ্গে ক্রিজে ছিলেন শ্রেয়স। গা ছাড়া মনোভাবের জন্যই রান আউট হন শশাঙ্ক। সেই সময়ে জিততে হলে ২০ বলে ৩৫ রান দরকার ছিল পাঞ্জাবের।

খেলা চলাকালীন শ্রেয়স কিছু বলেননি। ম্যাচ জেতার পরে পাঞ্জাবের ক্রিকেটাররা যখন হাত মেলাচ্ছেন, তখন শশাঙ্ককে তীব্র ভর্ৎসনা করেন শ্রেয়স। শশাঙ্কও কোনও মন্তব্য করেননি। দ্রুত সরে যান। শশাঙ্কের জন্য ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারত। কিন্তু শ্রেয়স সেই সময়ে পরিণত ক্রিকেট খেলেন। তাঁর জন্যই পাঞ্জাব ফাইনালে পৌঁছতে পারে। 

 

?ref_src=twsrc%5Etfw">June 1, 2025

মঙ্গলবার আইপিএল ফাইনাল। পাঞ্জাবের সামনে বেঙ্গালুরু। এর আগে কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে পাঞ্জাবের ভরাডুবি ঘটে। ফাইনালে অবশ্য অন্য লড়াই। ১১ বছর পরে আইপিএলের ফাইনালে প্রীতি জিন্টার পাঞ্জাব। অন্যদিকে আরসিবি-র কাছে আইপিএল এখনও অধরা। মঙ্গলবার নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল। কাপ হাতে তুলবেন কে? শ্রেয়স না রজত পাতিদার? উত্তর দেবে সময়।