আজকাল ওয়েবডেস্ক:টিম ইন্ডিয়া থেকে অপসারণ হতেই কলকাতা নাইট রাইডার্সে চলে এসেছেন অভিষেক নায়ার। সহকারী কোচ হয়ে। পুরনো দলে ফিরেছেন। গতবারও এই দলে ছিলেন। কিন্তু গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর নায়ারকে ডেকে নিয়েছিলেন সহকারী কোচ হিসেবে। কিন্তু সূত্রের খবর, গম্ভীরের সঙ্গে এখন সম্পর্ক ভাল নয় নায়ারের। তাঁকে টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফ থেকে ছাঁটাই করা হয়েছে। এখন তিনি ফের কেকেআরে। 

রানে ফেরার জন্য সেই অভিষেক নায়ারকেই ধন্যবাদ জানালেন রোহিত শর্মা। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হিটম্যান  অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেন। তার পরই সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারকে ট্যাগ করে ধন্যবাদ জানান। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে জোর চর্চা শুরু হয়। 

Latest and Breaking News on NDTV

ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, রোহিতকে নিয়ে কাজ করেন অভিষেক নায়ার। তারই ফলাফল পেলেন রোহিত। 
সোমবারই ইডেনে ম্যাচ রয়েছে কলকাতা ও গুজরাটের। সেই ম্যাচের আগে কেকেআর একটি ভিডিও পোস্ট করেছে। যে ভিডিওয় দেখা যাচ্ছে, নায়ার অধিনায়ক রাহানের সঙ্গে মাঠে ঢুকছেন। এক চিত্র সাংবাদিক নায়ারকে বলছেন, ‘‌ওয়েলকাম ব্যাক।’‌ জবাবে নায়ার বলছেন, ''ধন্যবাদ। ভাল লাগল। ফিরতে পেরে সত্যিই ভাল লাগছে।''