আজকাল ওয়েবডেস্ক: রাজস্থান যখন জয়ের গন্ধ পেতে শুরু করেছে, ঠিক তখনই কহানি মে টুইস্ট। আবেশ খান বদলে দিলেন ছবিটা। 

শেষ ৩ ওভারে ২৫ রান করলেই জিতবে রাজস্থান, এই পরিস্থিতিতে বল করতে এলেন আবেশ খান। 

১৮ নম্বর ওভারে আবেশ খান দেন মাত্র ৫ রান। ফিরিয়ে দিলেন জয়সওয়াল ও রিয়ান রাগকে। পরের ওভারে  ১১ রান নেয় রাজস্থান। শেষ ওভারে আবেশ বল করতে আসেন। 

৬ বলে ৯ রান দরকার ছিল রাজস্থানের। আজকের টি-টোয়েন্টি ফরম্যাটে এই রান সহজেই তোলা যায়। ব্যাট করছিলেন শিমরন হেটমায়ার ও ধ্রুব জুড়েল। 

কিন্তু আবেশ খান একের পর এক ইয়র্কার দিয়ে চললেন।  শেষ ওভারে দেন মাত্র ৬ রান। নেন একটি উইকেট। 

অনেকেই বলতে শুরু করেন আবেশ খানের শেষ ওভার মনে করিয়ে দিল মিচেল স্টার্ককে। তিনি নিজে কি অজি তারকা মিচেল স্টার্কের মতো বল করতে চান? আবেশ বলেন, ''আমি মিচেল স্টার্ক হতে চাই না। আমি শুধু ভাল আবেশ খান হয়েই থাকতে চাই।''