আজকাল ওয়েবডেস্ক: খেলার মাঝেই কেউ ঘুমোচ্ছেন, কেউ ঝিমোচ্ছেন। আইপিএলে এমন দৃশ্য বারংবার কেন দেখা যাচ্ছে?
রাজস্থান রয়্যালসের তারকা বোলার জোফ্রা আর্চার নিজেদের ড্রেসিং রমে কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছিলেন। ঘুম ভেঙে দুর্দান্ত বোলিং করেন আর্চার।
মহেন্দ্র সিং ধোনির সিএসকের খেলা ছিল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। সেই ম্যাচ চলাকালীন ২২ বছর বয়সী উইকেট কিপার-ব্যাটার ভংশ বেদিকে ঘুমোতে দেখা যায় ডাগ আউটেই।
প্রবল টেনশনের ম্যাচেও কীভাবে দলের গুরুত্বপূর্ণ সদস্য ঘুমোচ্ছেন, তা নিয়েই ধন্দে ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ''আমিও ভংশ বেদির মতো হতে চাই। যার কিছুতেই যায় আসে না।''
চেন্নাই সুপার কিংস টানা তিন ম্যাচে হারল। মহেন্দ্র সিং ধোনির নামে চতুর্দিক থেকে সমালোচনা ভেসে আসছে। মনোজ তিওয়ারির মতো তারকা বলছেন, ২০২৩ সালেই ধোনির অবসর নেওয়া উচিত ছিল। এখন ধীরে ধীরে ভক্তরা ধোনির উপর থেকে শ্রদ্ধা হারাচ্ছেন।
আইপিএল খেলোয়াড়দের ভিতর থেকে সব কিছু শুষে নেয়। রাতে খেলা শেষ হওয়ার পরে সব কিছু মিটিয়ে বিশ্রাম নিতে নিতে মধ্যরাত হয়ে যায়। তারপরের দিনই হয়তো সকালের বিমানে উড়ে যাওয়া দেশের অন্য প্রান্তে। ফলে বিশ্রামের সময় কম। তাই ক্রিকেটাররা যেখানে সুযোগসুবিধা পান সেখানেই একটু ঘুমিয়ে বিশ্রাম নিয়ে নেন।
