আজকাল ওয়েবডেস্ক: সপ্তম পদকের আশা শেষ ভারতের। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ঋতিকা হুডা। কিরগিজস্তানের আইপেরি মেডেট কিজি সেমিফাইনাল থেকে বিদায় নিতেই শেষ হয়ে গেল ভারতের মহিলা কুস্তিগিরের স্বপ্ন। আইপেরি ফাইনালে উঠলে রিপচেজ রাউন্ডে নামার সুযোগ পেতেন ঋতিকা। কিন্তু তিনি ছিটকে যাওয়ার কুস্তি থেকে দ্বিতীয় পদকের আশা শেষ। এর আগে কোয়ার্টার ফাইনালে হেরে যান ভারতীয় কুস্তিগির। কিরগিজস্তানের আইপেরি মেডেট কিজির কাছেই হারেন তিনি। কুস্তির নিয়ম অনুযায়ী, তিনি ফাইনালে উঠলে রিপচেজ রাউন্ডে ব্রোঞ্জের জন্য নামতেন ঋতিকা। তাই শেষ আট থেকে বিদায় নিলেও একটা আশায় আলো ছিল ভারতীয় কুস্তিগিরের জন্য। কিন্তু সেই স্বপ্ন শেষ। একই সঙ্গে ভারতের পদক সংখ্যা বাড়ানোর স্বপ্নও। 

আগের অলিম্পিকে সাতটি পদক জিতেছিল ভারত। এবার তার থেকে একটি কম। প্যারিসে শেষদিন আর কোনও পদক জয়ের সম্ভাবনা নেই দেশের। একমাত্র ভিনেশ ফোগাতকে যৌথ রুপো দেওয়া হলে গতবারের পদক সংখ্যা ছুঁতে পারবে ভারত। এবার মোট ছ'টি পদক এসেছে। তারমধ্যে একটি রুপো, পাঁচটি ব্রোঞ্জ। চতুর্থ স্থানে শেষ করেছে ভারতের ছ'জন অ্যাথলিট। নয়তো এবার ভারতের পদক সংখ্যা দশ ছাপিয়ে যেত।