আজকাল ওয়েবডেস্ক:‌ আইএসএল ফাইনাল হবে যুবভারতীতে। মঙ্গলবার সরকারিভাবে জানিয়ে দিল আইএসএল কর্তৃপক্ষ। যদিও মোহনবাগান ফাইনালে ওঠার পরেই ঠিক হয়ে গিয়েছিল যে ফাইনাল হবে কলকাতায়। সরকারিভাবে তা জানিয়েও দেওয়া হল।


নিয়ম অনুযায়ী আইএসএল কাপ ফাইনালে যে দুই দল উঠবে, সেই দুই দলের মধ্যে লিগে যে দল এগিয়ে থাকবে, সেই দলের ঘরের মাঠে ফাইনাল হবে। গ্রুপ পর্বে এগিয়ে থাকায় লিগ শিল্ড জিতেছে মোহনবাগান। আবার জামশেদপুরকে হারিয়ে তারাই ফাইনালে উঠেছে। ফলে বেঙ্গালুরুর বিরুদ্ধে ১২ এপ্রিল শনিবার মোহনবাগান ফাইনাল খেলবে ঘরের মাঠ যুবভারতীতে। 


আরও একটি নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। শনিবার তারা জিতলে দ্বিতীয় দল হিসেবে একই বছরে লিগ শিল্ড ও কাপ জিতবে। এই নজির আছে একমাত্র মুম্বই সিটির।


প্রসঙ্গত, মোহনবাগান এবার দুর্দান্ত ছন্দে আছে। ঘরের মাঠে জামশেদপুরকে ২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছেন লিস্টনরা। এবার কাপ জেতার অপেক্ষা।