আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। 

তা নিয়ে দুই দেশের মধ্যে চলছে টানাপোড়েন। আইপিএল থেকে  মুস্তাফিজুর 'আউট' হওয়ার জের বিশ্বকাপেও। চলছে বিসিবি ও আইসিসি-র মধ্যে কথাবার্তা, আলোচনা। 

এর মধ্যেই খবর ভারতের সঞ্চালিকা রিধিমা পাঠককে বাংলাদেশ প্রিমিয়ার লিগের উপস্থাপনা প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

বাংলাদেশে পা রাখার আগেই রিধিমা পাঠাকের অধ্যায় শেষ হয়ে গিয়েছে। 

এবারের বিপিএলে সঞ্চালনা ও ধারাভাষ্যে অভিনবত্ব আনার পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বেশ কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে চুক্তিও হয়েছিল বিসিবি-র। তাঁদের মধ্যে ছিলেন পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্য়কার জয়নাব আব্বাস। রয়েছেন রামিজ রাজা, ড্যারেন গফ, ওয়াকার ইউনিসের মতো  প্রাক্তন ক্রিকেটাররাও। তাঁদের সঙ্গেই থাকার কথা ছিল রিধিমা পাঠাকের। কিন্তু বাংলাদেশে যাওয়ার আগেই তাঁর সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল। 
অনেকেই মনে করছেন, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জের। তারকা ক্রিকেটারকে ছাড়ল কলকাতা। এদিকে রিধিমাকে ছেড়ে দেওয়া হল। 

বাংলাদেশের গণমাধ্যমে রিধিমা পাঠককে নিয়ে এমনই সব খবর প্রকাশিত হয়েছে। যাঁকে নিয়ে এত আলোচনা, এত চর্চা সেই রিধিমা পাঠক অবশ্য এই খবরের সত্যাসত্য মেনে নেননি। 

তিনি বলেছেন, ''গত কয়েক ঘণ্টায় এরকমই ভাষ্য ছড়াচ্ছে যে আমাকে বিপিএল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু সত্যি ঘটনা নয়। বিপিএল ছেড়ে চলে আসা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার কাছে আমার দেশ সবার আগে। আমি যে কোনও একক দায়িত্বের চেয়ে খেলা হিসেবে ক্রিকেটকে অনেক বেশি মূল্য দিয়ে থাকি। দীর্ঘ সময় ধরে সততা, শ্রদ্ধা এবং আবেগের সঙ্গে খেলাটার সঙ্গে জড়িয়ে রয়েছি। এর পরিবর্তন কখনওই হবে না। আমি সততা, স্বচ্ছতা এবং খেলাটার স্পিরিট নিয়ে কাজ চালিয়ে যাব।'' 

রিধিমা নিজের বক্তব্য জানালেও অনেকেই মনে করছেন মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্যই উদ্ভুত পরিস্থিতিতে রিধিমা পাঠককে ছেড়ে দেওয়া হয়েছে।