আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন পর শীর্ষস্থানে ফিরলেন ভারতের মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধনা।  ভারতীয় এই তারকা ক্রিকেটার ২০১৯ সালের নভেম্বরে শেষবার শীর্ষে ছিলেন। 

আইসিসি-র প্রকাশিত ওয়ানডে র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে মন্ধনা। 

দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্টকে (৭১৭ রেটিং পয়েন্ট) সরিয়ে এক নম্বর স্থান দখল করে নেন ভারতের এই মহিলা তারকা। 

তাঁর রেটিং পয়েন্ট ৭২৭। ভলভার্টের সমান পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দুই নম্বরে রয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার–ব্রান্ট।

মে মাসে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ভাল পারফরম্যান্স তুলে ধরার পুরস্কার পেলেন স্মৃতি। সেই সিরিজে সব মিলিয়ে ৫টি ম্যাচ খেলে একটি সেঞ্চুরির সৌজন্যে ২৬৪ রান করেন তিনি।