আজকাল ওয়েবডেস্ক: শুভমন গিলের দল হেডিংলিতে প্রথম টেস্টে হার মেনেছে। কিন্তু ভারতের মহিলারা ইংল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে দিল। ফরম্যাট অবশ্য ভিন্ন। গিলরা হেরেছিলেন পাঁচদিনের ফরম্যাট। আর স্মৃতি মান্ধানারা ইংল্যান্ডকে হারালেন টি-টোয়েন্টিতে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে গেলেন ভারতের মহিলারা।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে স্মৃতি মান্ধানা রেকর্ড গড়ায় তার প্রতিফলন পড়েছে আইসিসি-র ক্রমতালিকায়।
মহিলাদের টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় এক ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন ভারতের এই তারকা ওপেনার।
স্মৃতি পিছনে ফেলে দিয়েছেন তাহলিয়া ম্যাকগ্রাকে। ৭৫৭ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গিয়েছেন অজি অলরাউন্ডার।
বাঁ হাতি ব্যাটার মান্ধানার রেটিং পয়েন্ট এখন ৭৭১। এটি কেরিয়ারের সেরা ক্রমতালিকা মান্ধানার। দু'নম্বরে রয়েছেন হেইলি ম্যাথিউজ। তাঁর চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে। এক নম্বরে থাকা বেথ মুনির থেকে ২৩ পয়েন্টে পিছনে রয়েছেন মান্ধানা।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতের আরও চারটি ম্যাচ বাকি। শীর্ষে পৌঁছনোর যথেষ্ট সম্ভাবনা রয়েছেন মান্ধানার।
ট্রেন্ট ব্রিজে প্রথম টি-টোয়েন্টিতে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে এটিই মান্ধানার প্রথম সেঞ্চুরি। হরমনপ্রীত কৌর না থাকায় দলের নেতৃত্বের আর্মব্যান্ড ছিল মান্ধানার হাতেই। সেই ম্যাচ ভারত জিতে নেয় ৯৭ রানে।
