আজকাল ওয়েবডেস্ক: ওভালে নৈশপ্রহরী হিসেবে নেমে ৬৬ রানের অমূল্য ইনিংস খেলেছিলেন আকাশদীপ। ব্যাটের পাশাপাশি বল হাতেও বঙ্গপেসার ভাল পারফরম্যান্স তুলে ধরেন। তিনটি ম্যাচে ১৩টি উইকেট তিনি নেন।
সিরিজ শেষের পরে স্বপ্ন ছুঁলেন আকাশদীপ। স্বপ্নের গাড়ির মালিক হন তিনি। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেন আকাশদীপ।
ইনস্টায় পোস্ট করা ছবিতে আকাশদীপ লেখেন, ''অবশেষে স্বপ্নপূরণ হল। চাবি হাতে পেলাম। যাঁরা আমার কাছের জন, তাঁদের সঙ্গেই।''
যে গাড়ির ছবি পোস্ট করেছেন আকাশদীপ, সেই গাড়িটি কালো রংয়ের 'টয়োটা ফরচুনার'। এর সেরা মডেলের দাম প্রায় ৬২ লক্ষ। পোস্ট ভাইরাল হতেই ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব অভিনন্দন জানিয়ে লিখেছেন, ''বহুত বহুত বাধাই।''
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Akash Deep (@akash.deep969)
আকাশদীপ আবার বিতর্কিতও বটে। ওভালে বেন ডাকেটকে আউট করার পরে তাঁর কাঁধে হাত রেখেছিলেন। তা নিয়ে বিস্তর চর্চা শুরিু হয়েছিল।
ডাকেটের পিঠে আকাশদীপের হাত রাখা ভাল ভাবে নেননি প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলেন, তাঁর সঙ্গে আকাশদীপ একই ধরনের আচরণ করলে, তিনি ভারতীয় বোলারের মুখে ঘুসি মেরে দিতেন।
অনেকেই বলেছেন, আউট হওয়ার পরে রাস্তা ছেড়ে দেওয়াই উচিত। আকাশদীপ কাজটা ঠিক করেনি। ব্যাট করার সময়েও ডাকেট ও আকাশদীপ একে অপরকে জড়িয়ে ধরেন। যা দেখার পরে ধারাভাষ্যকাররা পর্যন্ত বলেন, ওদের মধ্যে তো কোনও সমস্যা নেই বলেই মনে হচ্ছে। সেই অধ্যায় নিয়ে মুখ খোলেন আকাশদীপ। তিনি জানান, ডাকেট নাকি ব্যাট করার সময় তাঁকে বলেছিলেন তিনি তাঁকে আউট করতে পারবেন না। এটাই ছিল তাঁর প্রতিক্রিয়ার মূল কারণ। আকাশের কথায়, ''আমার ডাকেটের বিরুদ্ধে ভাল রেকর্ড আছে, কয়েকবার আউট করেছি। বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে আমি সবসময় আত্মবিশ্বাসী, সে-ও আলাদা কিছু নয়।' তিনি বলেন,'ওই দিন ও আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, অনেক অপ্রচলিত শট খেলছিল। তখনই ও বলল, আজ আমার দিন, তুমি আমাকে আউট করতে পারবে না। সত্যি বলতে, যখন কোনও ব্যাটার ক্রিজে নড়াচড়া করে এবং অপ্রচলিত শট খেলে, তখন লাইন-লেংথ ঠিক রাখা কঠিন হয়। ইংল্যান্ড দ্রুত রান তুলছিল, আমাদের উইকেট দরকার ছিল।''
ডাকেট সেদিন ৩৮ বলে ৪৩ রান করছিলেন। অবশেষে তাঁকে আউট করার পর আকাশ ডাকেটকে বলেন, ''ইউ মিস, আই হিট। সব সময় তুমি জিতবে না, এবার আমি জিতলাম। এটা আসলে ও যা বলছিল, তারই উত্তর ছিল, আর সবটাই ভাল এবং খেলোয়ারসুলভ মনোভাবের মধ্যেই হয়েছে।''
এহেন আকাশদীপ দেশে ফেরার পরে স্বপ্ন ছুঁয়ে দেখলেন। তাঁর ঘরে এল নতুন অতিথি।