আজকাল ওয়েবডেস্ক: ওভালে নৈশপ্রহরী হিসেবে নেমে ৬৬ রানের অমূল্য ইনিংস খেলেছিলেন আকাশদীপ। ব্যাটের পাশাপাশি বল হাতেও বঙ্গপেসার ভাল পারফরম্যান্স তুলে ধরেন। তিনটি ম্যাচে ১৩টি উইকেট তিনি নেন। 

সিরিজ শেষের পরে স্বপ্ন ছুঁলেন আকাশদীপ। স্বপ্নের গাড়ির মালিক হন তিনি। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেন আকাশদীপ। 

ইনস্টায় পোস্ট করা ছবিতে আকাশদীপ লেখেন, ''অবশেষে স্বপ্নপূরণ হল। চাবি হাতে পেলাম। যাঁরা আমার কাছের জন, তাঁদের সঙ্গেই।'' 

যে গাড়ির ছবি পোস্ট করেছেন আকাশদীপ, সেই গাড়িটি কালো রংয়ের 'টয়োটা ফরচুনার'। এর সেরা মডেলের দাম প্রায় ৬২ লক্ষ। পোস্ট ভাইরাল হতেই ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব অভিনন্দন জানিয়ে লিখেছেন, ''বহুত বহুত বাধাই।'' 

আরও পড়ুন: বল হাতে আগুন জ্বালান, ডিএসপি সিরাজের মাসিক বেতন কত?

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Akash Deep (@akash.deep969)