আজকাল ওয়েবডেস্ক: আগামী বছরের আইপিএলে কি খেলবেন এমএস ধোনি? প্রাক্তন ভারতীয় অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক সম্প্রতি এক বেসরকারি অনুষ্ঠানে ভক্তদের মুখে হাসি ফুটিয়ে দিলেন। অনুষ্ঠানে এক সমর্থক তাঁকে অনুরোধ করেন ২০২৬ মরসুমেও তিনি যেন আইপিএলে খেলেন। মহেন্দ্র সিং ধোনি রসিকতার সুরে জবাব দেন ওই সমর্থককে। তিনি বলেন, ‘আমার হাঁটুর ব্যথার যত্ন নেবে কে?’ ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন, তিনি এখনও আগামী আইপিএল নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি।

ধোনির কথায়, ‘আমি খেলব কি খেলব না, সেটা এখনও জানি না। আমার হাতে এখনও বেশ কিছুটা সময় আছে। ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে, আরও কয়েক মাস ভেবে তারপর সিদ্ধান্ত নেব’। অর্থাৎ, আগামী মরসুমে খেলার দরজা এখনও পুরোপুরি বন্ধ করেননি তিনি। ২০২৩ সালের আইপিএল থেকেই ধোনির হাঁটুর সমস্যার কথা আলোচনায় আসে। সেই বছর হাঁটুর ব্যথা নিয়ে খেলেও চেন্নাইকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। ফাইনালের পর মুম্বইয়ে অস্ত্রোপচার করান, যার প্রভাব পড়ে তাঁর ব্যাটিং এবং উইকেটের মাঝে রান নেওয়ার গতিতে। ২০২৫ মরসুমে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে চেন্নাই প্রথমে খেলতে শুরু করলেও মাঝপথে রুতুরাজ চোটের কারণে ছিটকে যান। তখন ধোনিকে আবার অধিনায়কের ভূমিকায় ফিরতে হয়।

তবে শেষ মরসুমটি ছিল সিএসকের অন্যতম হতাশাজনক। ১৪ ম্যাচে মাত্র ৪টি ম্যাচে জেতে ইয়েলো ব্রিগেড। যদিও ২০২৬ সালের আইপিএলে খেলার বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি তিনি। ধোনি ইতিমধ্যেই গায়কোয়াড়কে নেতৃত্বের ভার নেওয়ার জন্য সমর্থন জানিয়েছেন। তবে আপাতত থালার ভক্তরা আশা করছেন, হাঁটুর ব্যথা আরও এক বছর অপেক্ষা করতেই রাজি হবে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে রবিচন্দ্রন অশ্বিনের। হোম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পথে। তাঁকে ছেড়ে দিচ্ছে চেন্নাই। ধোনির দলে খেলার পাশাপাশি সিএসকে অ্যাকাডেমির ডিরেক্টর অফ অপারেশনস পদে আছেন অশ্বিন। সেই পদ থেকেও ইস্তফা দেবেন তারকা স্পিনার। যাতে ভবিষ্যতে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলে স্বার্থের সংঘাত না হয়।

একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, নিজের সিদ্ধান্ত সিএসকে ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন অশ্বিন। যদিও এর আসল কারণ এখনও জানা যায়নি। সম্প্রতি প্লেয়ারদের সঙ্গে বৈঠকে বসে চেন্নাইয়ের ম্যানেজমেন্ট। সেই মিটিংয়ে ছিলেন এমএস ধোনি এবং ঋতুরাজ গায়কোয়াড়। দশ বছর পর সিএসকেতে ফেরেন অশ্বিন। ৩৮ বছরের তারকাকে ৯.৭৫ কোটিতে কেনে চেন্নাই। গতবছর ন'টি ম্যাচ খেলেন। ২০০৯ থেকে আইপিএল খেলছেন অশ্বিন। ২২০ ম্যাচে ১৮৭ উইকেট সংগ্রহ করেন। ইকোনমি রেট ৭.২৯। চেন্নাই সুপার কিংস থেকেই কোটিপতি লিগে যাত্রা শুরু হয় তাঁর। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত খেলেন। তারপর দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসে খেলেন। গতবছর আবার চেন্নাইয়ে ফেরেন। তবে ঘরে ফিরলেও পারফরম্যান্স আগের মতো ছিল না। ৯ ম্যাচে মাত্র ৭ উইকেট নেন। ইকোনমি রেট ৯.১৩।