আজকাল ওয়েবডেস্ক: ২২ বছর আগে আজকের দিনেই ভারতীয় ক্রিকেটের খোলনলচে বদলে দিয়েছিলেন তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে লর্ডসের ব্যালকনিতে জামা খুলে ঘোরানোর সেই আইকনিক সেলিব্রেশন। যা কিনা আজও ভারতীয় ক্রিকেটে উল্লেখযোগ্য ভাবে প্রসঙ্গত। সৌরভের অধিনায়কত্ব, কাইফ, যুবরাজের দুর্দান্ত ইনিংস আর শেষে সেই আইকনিক সেলিব্রেশন আমূল বদলে দিয়েছিল ভারতীয় ক্রিকেটকে। একদিনের ক্রিকেটের ইতিহাসে ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালকে আজও অন্যতম সেরা ম্যাচ বলে ধরা হয়। সৌরভের জামা খুলে ঘোরানোর সেই ছবি যুগ যুগ ধরে মনে রেখে দিয়েছেন সমর্থকরা।
হরভজন সিং, আশিস নেহরা, মহম্মদ কাইফ থেকে শুরু করে রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকাররাও এই জয়কে রেখেছেন প্রথম সারিতে। সৌরভও বহু সাক্ষাৎকারে জানিয়েছেন, ওয়াংখেড়েতে ম্যাচ জিতে জামা খুলে মাঠ পরিদর্শন করেছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। তারই বদলা হিসেবে লর্ডসে জিতে জামা খুলে ব্রিটিশদের যোগ্য জবাব দিয়েছিলেন তিনি। ন্যাটওয়েস্ট ফাইনালে প্রথমে ব্যাট করে ভারতকে ৩২৬ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। শতরান করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন। রান তাড়া করতে নেমে ঝোড়ো ওপেনিং করেছিলেন সৌরভ এবং সেহবাগ। রান পাননি সচিন, দ্রাবিড়। তারপরেই মহম্মদ কাইফ এবং যুবরাজ সিংয়ের পার্টনারশিপে ম্যাচে ফেরে ভারত। শেষে হরভজন, কুম্বলেকে নিয়ে ম্যাচ জেতান কাইফ।
?ref_src=twsrc%5Etfw">July 13, 2024
হরভজন সিং, আশিস নেহরা, মহম্মদ কাইফ থেকে শুরু করে রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকাররাও এই জয়কে রেখেছেন প্রথম সারিতে। সৌরভও বহু সাক্ষাৎকারে জানিয়েছেন, ওয়াংখেড়েতে ম্যাচ জিতে জামা খুলে মাঠ পরিদর্শন করেছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। তারই বদলা হিসেবে লর্ডসে জিতে জামা খুলে ব্রিটিশদের যোগ্য জবাব দিয়েছিলেন তিনি। ন্যাটওয়েস্ট ফাইনালে প্রথমে ব্যাট করে ভারতকে ৩২৬ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। শতরান করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন। রান তাড়া করতে নেমে ঝোড়ো ওপেনিং করেছিলেন সৌরভ এবং সেহবাগ। রান পাননি সচিন, দ্রাবিড়। তারপরেই মহম্মদ কাইফ এবং যুবরাজ সিংয়ের পার্টনারশিপে ম্যাচে ফেরে ভারত। শেষে হরভজন, কুম্বলেকে নিয়ে ম্যাচ জেতান কাইফ।
22 years to one of the most iconic celebrations ????pic.twitter.com/BNQSML7VTZ
— KolkataKnightRiders (@KKRiders)Tweet by @KKRiders
এদিন সৌরভের সেই জামা খোলার মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে কলকাতা নাইট রাইডার্স। পরে সৌরভের সতীর্থরা জানিয়েছিলেন, বিদেশ সফরে গেলে প্রতিপক্ষের আক্রমণের জবাব আক্রমণের মাধ্যমেই দলকে দিতে শিখিয়েছিলেন সৌরভ। জার্সি ওড়ানো সেই জবাবেরই একটা অংশ। ভারতীয় ক্রিকেটের একটা বড় অংশের বিশ্বাস, কাপ না পেলেও ভারতীয় ক্রিকেটকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন সৌরভ যা অনুপ্রাণিত করেছে ভবিষ্যত তারকাদেরও।
