আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধরাশায়ী হলেও, পাকিস্তান ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ভারতের মেয়েরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে আবার লড়াইয়ে ফিরেছেন হরমনপ্রীতরা। বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মরণ-বাঁচন ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। শেষ চারের আশা জিইয়ে রাখতে জিততেই হবে ভারতের মেয়েদের। অস্ট্রেলিয়ার কাছে নিউজিল্যান্ডের বড় হারে কিছুটা সুবিধা হয়েছে ভারতের। কিউয়িদের সঙ্গে রানরেটের পার্থক্য কিছুটা কমেছে। তবে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে লঙ্কাবধ করতেই হবে। জুলাইয়ে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। হরমনপ্রীতদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। নকআউট পর্বে যেতে তার পুনরাবৃত্তি চাইবে তাঁরা। পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার কাছে হেরে কোণঠাসা শ্রীলঙ্কা। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে বাকি দুটো ম্যাচ জিততেই হবে। ভারতের সামনেও প্রায় একই পরিস্থিতি। কোনও ভুল করার সুযোগ নেই। 

নিউজিল্যান্ডের কাছে বিশ্রী হারের পর পাকিস্তানের বিরুদ্ধে জয় স্মৃতি, জেমাইমাদের আত্মবিশ্বাস ফেরাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপের চূড়ান্ত ম্যাচের আগে বুধবার জিতে শেষ চারের লড়াইয়ে থাকতে মরিয়া ভারতের মেয়েরা। এই ম্যাচেও উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে স্পিনাররা। দীপ্তি শর্মা এবং শ্রেয়াঙ্কা পাতিলের দিকে নজর থাকবে। পাকিস্তান ম্যাচে অনবদ্য ছিলেন অরুন্ধতী রেড্ডি। লঙ্কার বিরুদ্ধেও তাঁর বোলিং পার্থক্য গড়ে দিতে পারে। তবে জয়ের পাশাপাশি নেট রানরেটের দিকেও নজর রাখতে হবে ভারতীয় দলকে। পাকিস্তানের বিরুদ্ধে রানরেট বাড়ানোর সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি ভারত। এই গ্রুপে রানরেট পার্থক্য গড়ে দিতে পারে। তাই লঙ্কার বিরুদ্ধে জেতার পাশাপাশি এই বিষয়টাও নজরে রাখতে হবে। ভারতের চিন্তার কারণ দুটো। হরমনপ্রীত কৌরের চোট এবং স্মৃতি মান্ধানার ফর্ম। আগের ম্যাচে ব্যাট করার সময় ঘাড়ে চোট পান ভারত অধিনায়ক। চোট সারিয়ে স্বমহিমায় মাঠে ফেরার অপেক্ষা। অন্যদিকে প্রথম দুই ম্যাচে ব্যর্থ স্মৃতি। ব্যাটে রান নেই। টাইমিং ঠিকঠাক হচ্ছে না। দলের সেরা ব্যাটারের ফর্ম নিঃসন্দেহে চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচে নামার আগে রানে ফিরতে মরিয়া স্মৃতি।