আজকাল ওয়েবডেস্ক: সব ঠিকঠাকই চলছিল। ক্রিস ওকসের ইর্য়কার লেন্থের বলটা সুইপের মতো কিছু একটা করতে চেয়েছিলেন ভারতের তারকা উইকেট কিপার। ব্যাটে হালকা ছুঁয়ে বল লাগে তাঁর বুটে। ইংল্যান্ড রিভিউ নেয়। কিন্তু দেখা যায় বল পন্থের বুটে লাগার আগে তাঁর ব্যাট ছুঁয়েছিল।
পন্থ আউট হলেন না বটে। কিন্তু ওকসের ওই ইয়র্কার লেন্থের ডেলিভারিটা পন্থকে ছিটকেই দিল। যন্ত্রণায় প্রথমটায় খোঁড়াচ্ছিলেন ভারতের তারকা উইকেট কিপার। তার পরে ফিজিও চলে আসেন। শুয়ে পড়েন পন্থ। দাঁড়িয়ে থাকতে আর পারছিলেন না তিনি। শেষমেশ অ্যাম্বুল্যান্স ডাকতে হয় মাঠে। পন্থ সেই অ্যাম্বুল্যান্সে চেপে বেরিয়ে যান।
আরও পড়ুন: 'যেখানে বেশিরভাগ সময় ক্রিকেট খেললাম, তারাই দিল না স্বীকৃতি', অভিমানী ইঞ্জিনিয়ার
ক্যামেরা তাঁর পায়ের আঘাতের জায়গাটা ধরছিল। পন্থ তাঁর সহজাত ব্যাটিং করছিলেন। শুভমান গিল ফিরে যাওয়ার পরে ইংল্যান্ড ম্যাচের উপরে জাঁকিয়ে বসতে পারেনি পন্থের জন্যই। তিনি এবং সাই সুদর্শন ভারতের ইনিংস গড়ার কাজ করছিলেন। ৭২ রান জোড়়েন দুই ক্রিকেটার।

ফলে বোঝাই যাচ্ছে গিল ফিরে যাওয়ার পরে সবাই ধরেই নিয়েছিলেন ইংল্যান্ড ম্যাচে ফিরে আসবে। ভারতকে আরও চাপে ফেলবে। কার্যত সেটা হয়নি পন্থ ও সাই সুদর্শনের জন্য। সাই সুদর্শনের কথাও বলতে হবে। প্রথম টেস্টে ব্যর্থ হওয়ার পরে চতুর্থ টেস্টে তাঁকে আবার ফিরিয়ে আনা হয়েছে। তিনি কিন্তু প্রতিষ্ঠা পাওয়ার জন্যই লড়ছিলেন ম্যাঞ্চেস্টারে। বেন স্টোকস ফেরান সুদর্শনকে।
পন্থ অবসৃত হন। নামেন রবীন্দ্র জাদেজা। লর্ডস টেস্টে জাদেজার ব্যাটিং কৌশল নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। ওল্ড ট্র্যাফোর্ডে মোক্ষম সময়ে ব্যাট করতে নেমেছেন বাঁ হাতি জাদেজা।
এর আগে মেঘলা আবহাওয়ার সুযোগ নিয়ে বেন স্টোকস ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। আবহাওয়ার সুযোগ নিতে চেয়েছিল ইংরেজরা। কিন্তু ভারতীয় ব্যাটাররা সেই সুযোগ দেননি। ওল্ড ট্র্যাফোর্ডে নতুন করে পন্থের চোট চাপ বাড়াল গিলের উপরে।

এর আগে দেশের প্রাক্তন ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার পরামর্শ দিয়েছিলেন পন্থকে। প্রাক্তন কিপার ফারুক ইঞ্জিনিয়ারের পরামর্শ, ঝুঁকিপূর্ণ শটগুলো আইপিএলে খেলুন পন্থ। টেস্টে শৃঙ্খলা পরায়ণ ব্যাটিং করুন। অনুজ উইকেট কিপারের কাছে এটাই বার্তা ইঞ্জিনিয়ারের।
ইংল্যান্ড বোলারদের বিরুদ্ধে এমন সব শট খেলেন পন্থ যে তাঁরা হতাশ হয়ে পড়েন। ফারুক ইঞ্জিনিয়ার বলছেন, ''অবশ্যই, আইপিএলের জন্য ঝুঁকিপূর্ণ শটগুলো বাঁচিয়ে রাখো। টেস্ট ক্রিকেটে শৃঙ্খলার দরকার। তিন বা চার নম্বরে নেমে ক্রিকেটীয় শট খেলার দরকার। বড় রান করা দরকার, ইনিংস গঠন দরকার। একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছে ঋষভ। এটা দুর্দান্ত ব্যাপার। একজন ব্যাটসম্যান যেভাবে খেলে পন্থ সেভাবে খেলতেও পারে। ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধেও পন্থ প্রকৃত একজন ব্যাটসম্যান হিসেবে রুখে দাঁড়াতে পারে।''
ইঞ্জিনিয়ার বলেন, ''যে রান পন্থ করেছে, তাতে প্রমাণিত ও ব্যাট করতে জানে। প্রকৃত একজন ব্যাটার হিসেবে খেলার দক্ষতা রয়েছে পন্থের। পন্থ কী করবে আগে থেকে কেউ বলতে পারবে না। ওর মাথায় যা আসবে তাই করবে। আমি ওর শট নির্বাচন নিয়ে মজা করেছিলাম, ও হেসেছিল। ওর আত্মবিশ্বাস রয়েছে। সেই আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে এগিয়ে যেতে চায়। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পন্থকে আরও দায়িত্বশীল হতে হবে। লাঞ্চের ঠিক আগে বা ম্যাচ শেষ হওয়ার আগে।''
আরও পড়ুন: ইংল্যান্ডের আক্রমণের মুখে গিল, উড়ে এল কটাক্ষ, ভারত অধিনায়ককে ফেরানোর পরে স্টোকসের আগ্রাসী উদযাপন
