আজকাল ওয়েবডেস্ক: ফারুক ইঞ্জিনিয়ার এবং ক্লাইভ লয়েড। দুই কিংবদন্তি ক্রিকেটারকে অনন্য সম্মান দিল তাঁদের প্রাক্তন কাউন্টি দল ল্যাঙ্কাশায়ার। বুধবার ম্যাঞ্চেস্টারে তাঁদের নামে স্ট্যান্ড উদ্বোধন করা হল।
ফারুক ইঞ্জিনিয়ার একইসঙ্গে গর্বিত ও অভিমানী। ইঞ্জিনিয়ার বলছেন, ''এটা শুধু আমার জন্যই নয়, ভারতের জন্যও গর্বের মুহূর্ত। সকালে আমি আর ক্লাইভ দু'জনেই এটা নিয়ে আলোচনা করছিলাম। কখনও ভাবিনি আমাদের সম্মানে এমন কিছু করা হবে। ঈশ্বর মহান। আমার নিজের দেশে স্বীকৃতি না পাওয়ার হতাশা ভুলিয়ে দিল এই সম্মান।''
দেশের প্রাক্তন উইকেট কিপারের বয়স এখন ৮৭। ব্রাবোর্ন স্টেডিয়ামেই বেশি সময় খেলেছেন। সেখানেই তিনি সমাদৃত নন। তাঁকে সম্মান জানানো হয়নি সেখানেই। ইঞ্জিনিয়ার বলেছেন, ''এটা লজ্জার যে আমি যেখানে বেশিরভাগ সময় ক্রিকেট খেললাম সেখানেই আমার কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া হল না।''
আরও পড়ুন: লর্ডসের পরে ওল্ড ট্র্যাফোর্ডেও রাহুলের নতুন নজির, কী সেই কীর্তি?
যদিও দেশের প্রাক্তন ক্রিকেটার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ২০২৪ সালে তাঁকে জীবনকৃতি সম্মান দেয় বিসিসিআই। ল্যাঙ্কাশায়ারে ফারুক ইঞ্জিনিয়ার আসেন ১৯৬৮ সালে। ১৯৭৬ সাল পর্যন্ত খেলেন তিনি। ১৭৫টি ম্যাচ খেলেন ল্যাঙ্কাশায়ারের হয়ে। ফারুক ইঞ্জিনিয়ার করেন ৫,৯৪২ রান। উইকেটের পিছনে দাঁড়িয়ে ধরেন ৪২৯টি ক্যাচ। ৩৫টি স্টাম্পিং। তিনি আসার পরই ল্যাঙ্কাশায়ার ঘুরে দাঁড়ায়। ১৫ বছর শিরোপাহীন ছিল এই কাউন্টি দল। ইঞ্জিনিয়ার যোগ দেওয়ার পরে ১৯৭০ থেকে ১৯৭৫ সালের মধ্যে চারবার জিলেট কাপ জেতে ল্যাঙ্কাশায়ার।

এহেন ফারুক ইঞ্জিনিয়ার অনুজ উইকেট কিপার ঋষভ পন্থের জন্য পরামর্শ দিয়েছেন ওল্ড ট্র্যাফোর্ডে টেস্টের আগে। প্রাক্তন কিপার ফারুক ইঞ্জিনিয়ারের পরামর্শ, ঝুঁকিপূর্ণ শটগুলো আইপিএলে খেলুন পন্থ। টেস্টে শৃঙ্খলা পরায়ণ ব্যাটিং করুন। অনুজ উইকেট কিপারের কাছে এটাই বার্তা ইঞ্জিনিয়ারের।
ইংল্যান্ড বোলারদের বিরুদ্ধে এমন সব শট খেলেন পন্থ যে তাঁরা হতাশ হয়ে পড়েন। ফারুক ইঞ্জিনিয়ার বলছেন, ''অবশ্যই, আইপিএলের জন্য ঝুঁকিপূর্ণ শটগুলো বাঁচিয়ে রাখো। টেস্ট ক্রিকেটে শৃঙ্খলার দরকার। তিন বা চার নম্বরে নেমে ক্রিকেটীয় শট খেলার দরকার। বড় রান করা দরকার, ইনিংস গঠন দরকার। একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছে ঋষভ। এটা দুর্দান্ত ব্যাপার। একজন ব্যাটসম্যান যেভাবে খেলে পন্থ সেভাবে খেলতেও পারে। ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধেও পন্থ প্রকৃত একজন ব্যাটসম্যান হিসেবে রুখে দাঁড়াতে পারে।''
বর্ডার-গাভাসকর ট্রফিতে পন্থের ভুল শটে আউট দেখে সুনীল গাভাসকর পর্যন্ত ধারাভাষ্য দেওয়ার সময়ে বলে উঠেছিলেন, ''স্টুপিড, স্টুপিড, স্টুপিড।'' সেই সানিই ইংল্যান্ডে পন্থের ব্যাটিং দেখে বলেন, ''সুপার্ব, সুপার্ব, সুপার্ব।'' ইঞ্জিনিয়ার বলেন, ''যে রান পন্থ করেছে, তাতে প্রমাণিত ও ব্যাট করতে জানে। প্রকৃত একজন ব্যাটার হিসেবে খেলার দক্ষতা রয়েছে পন্থের। পন্থ কী করবে আগে থেকে কেউ বলতে পারবে না। ওর মাথায় যা আসবে তাই করবে। আমি ওর শট নির্বাচন নিয়ে মজা করেছিলাম, ও হেসেছিল। ওর আত্মবিশ্বাস রয়েছে। সেই আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে এগিয়ে যেতে চায়। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পন্থকে আরও দায়িত্বশীল হতে হবে। লাঞ্চের ঠিক আগে বা ম্যাচ শেষ হওয়ার আগে।'' চতুর্থ টেস্টেও পন্থের দিকে তাকিয়ে এখন ভারতের ব্যাটিং।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের 'ফাইভ স্টার' জয়, ডুরান্ডের শুরুতেই চমক অস্কারের
