আজকাল ওয়েবডেস্ক: ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় ঋষভ পন্থ অনুশীলনে নামেননি। পন্থ একনম্বর কিপার নন। ফলে ভারতের টিমগঠনে পন্থের না থাকা প্রভাব ফেলবে না। কিন্তু মহারণের আগে বিরাট কোহলি উদ্বেগ বাড়ালেন। ভারত-পাক মহাম্যাচের আগে বিরাট কোহলিকে নিয়ে চিন্তা বাড়ল ভারতের সাজঘরেও। বিরাট কোহলির বাঁ পায়ে জড়ানো আইস প্যাক। আর এই ছবিই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা জন্ম দেয় জল্পনার। বাড়াচ্ছে উদ্বেগ।

তবে কি বড় সড় চোট রয়েছে কোহলির? শেষমেশ কি পারবেন নামতে চ্যাম্পিয়ন্স ট্রফির সব থেকে উত্তেজক ম্যাচে? নিজের ফর্ম নিয়ে চিন্তিত বিরাট। শনিবার ঘণ্টা দুয়েক আগেই চলে এসেছিলেন অনুশীলনে। স্পিনারদের বিরুদ্ধে নেমে পড়েছিলেন। সেই সময়ে বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন সেখানে। তাঁরা দেখতে পান বিরাটের বাঁ পায়ে আইস প্যাক মোড়ানো। সেই ছবি নিয়েই যত চর্চা। বিরাট কোহলিকে নিয়ে বাড়তে থাকে কৌতূহল।

 

?ref_src=twsrc%5Etfw">February 22, 2025

 

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে নামেননি বিরাট। তার পরের দুটি ম্যাচ তিনি খেলেন। তৃতীয় ও শেষ ওয়ানডেতে পঞ্চাশও করেন।

রবিবারের রক্তের গতি বাড়ানো ভারত-পাক ম্যাচের আগে কোহলি সবার নজরে। তাঁকে ঘিরেই যাবতীয় পরিকল্পনা আবর্তিত হচ্ছে দুই শিবিরে। বাংলাদেশের বিরুদ্ধে ২২ রানে থেমে গিয়েছিল বিরাট-ব্যাট। পাকিস্তানকে সামনে পেলেই বাড়তি অ্যাড্রিনালিন ঝরে বিরাটের। এই ম্যাচটায় বিরাট নিজেকে নিংড়ে দিতে মরিয়া। পায়ে যতই আইস প্যাক জড়ানো থাকুক না কেন, বিরাট কোহলি এই ম্যাচে নামবেন, তা বলে দেওয়াই যায়।