আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বাবর আজম মন্থর ব্যাটিং করেছিলেন। তীব্র সমালোচিত হয়েছিলেন তিনি।
ভারতের বিরুদ্ধে সেই একই কারণে পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান সমর্থকদের 'দুয়ো' ধ্বনি শুনলেন। দুই ওপেনার ফেরত যাওয়ার পরে রিজওয়ান ও সৌদি শাকিল শ্লথ ব্যাটিং করতে থাকেন। দশম ওভারে শাকিল ও রিজওয়ান ইনিংস গড়ার কাজ শুরু করেন। কিন্তু এত ধীর লয়ে রান তুলে থাকেন যে পাক সমর্থকরা পর্যন্ত রেগে যান। রিজওয়ান ও শাকিল গুছিয়ে নিলেও হঠাৎই ধস নামে পাকিস্তানের ইনিংসে। একটা সময়ে ২০ ওভারে ৮০টি ডট বল খেলেন রিজওয়ান ও শাকিল।
সোশ্যাল মিডিয়া উত্তাল হয়। এক ভক্ত লেখেন, ''১২০টি বলের মধ্যে ৮০টা ডট বল খেলল। ৬৭ শতাংশ ডট খেলল। এদের কোনও ইচ্ছাই নেই। সেই নব্বইয়ের জমানায় পড়ে রয়েছে। আজ হারুক এরা।''
জাতীয় দলের হার দেখে বিরক্ত সমর্থকরা দলের হার চাইছেন।
আরেক ভক্ত লিখেছেন, ৮০টা ডট বল খেলল। এতো মধ্যযুগে পড়ে রয়েছে দেশের ক্রিকেট। আরেক ভক্ত একই প্রসঙ্গ উত্থাপ্পন করে লিখেছেন, জরুরি ব্যাপারটাই এরা জানে না।
পাকিস্তান প্রবল চাপ নিয়েই খেলতে নেমেছে ভারতের বিরুদ্ধে। নিউ জিল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হেরে ভারতের বিরুদ্ধে খেলা মরণবাঁচনের হয়ে দাঁড়িয়েছে। সেই ম্যাচে ২০ ওভারে ৮০টি ডট বল খেলে পাকিস্তান নিন্দিত।
