আজকাল ওয়েবডেস্ক: সবাই বলছেন, রবিবারের ম্যাচে ভারতই এগিয়ে। পাকিস্তানের জেতার কোনও সম্ভাবনাই নেই। জিতবে ভারতই।
পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া নিজের দেশেরই কোনও সম্ভাবনা দেখছেন না। এরকম অনেকেই রয়েছে যাঁরা পাকিস্তানকে নিয়ে বাজি ধরতে চান না।
কিন্তু ভারতের এক প্রাক্তন ক্রিকেটার রবিবারের ম্যাচে পাকিস্তানের জয় চাইছেন। এতটা পড়ে অবাক হতেই পারেন অনেকে। মনে হতে পারে কে সেই ভারতের তারকা ক্রিকেটার যিনি নিজের দেশের জয় না চেয়ে পাকিস্তানের জয় চাইছেন? তিনি অতুল ওয়াসন। তিনি সব অর্থেই ব্যতিক্রমী। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের জয় চাইছেন তিনি।
ভারতের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন সব অর্থেই ব্যতিক্রমী। তিনি চিরপ্রতিদ্বন্দ্বী দলের জয় চাইছেন।
কিন্তু কেন? অতুল ওয়াসন কেন পাকিস্তানের জয় দেখতে চাইছেন?
অতুল ওয়াসন বলছেন, ''আমি চাই পাকিস্তান জিতুক। কারণ পাকিস্তান জিতলে তা টুর্নামেন্টের জন্যই ভাল।''
ভারত প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে। অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচে হার মেনেছে নিউজিল্যান্ডের কাছে।
এই পরিস্থিতিতে দুবাইয়ে রবিবার নামবে ভারত আর পাকিস্তান। পাকিস্তান হেরে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা মহম্মদ রিজওয়ানদের। পাকিস্তান যাতে টুর্নামেন্টে টিকে থাকে, সেই কারণেই অতুল ওয়াসন চান ভারত হেরে যাক পাকিস্তানের কাছে।
সংবাদ সংস্থা এএনআইকে অতুল ওয়াসন বলেন, ''আমি চাই ম্যাচটা পাকিস্তানই জিতুক। পাকিস্তান জিতলে তা টুর্নামেন্টের জন্য ভাল। পাকিস্তান জিতলে প্রতিদ্বন্দ্বিতা একটা তৈরি হবে। একটা সমান সমান লড়াই হবে।''
বাকি বিশেষজ্ঞদের মতো অতুল ওয়াসন মনে করেন, ভারত ধারে ও ভারে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে। অতুল ওয়াসন বলছেন, ''দলে শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ব্যাটসম্যান আছে। ৮ নম্বরে ব্যাটিং করে অক্ষর প্যাটেল। রোহিত ৫টা স্পিনার দলে নিয়েছে, যেটা দুবাইয়ের জন্য বেশ ভাল। দলের উপরে আস্থা রাখা যায়। এগিয়ে চলো।''
