আজকাল ওয়েবডেস্ক: ৩৫ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। পরপর দু’বলে বাংলাদেশের দুই ব্যাটারকে আউট করে ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে ছিলেন অক্ষর প্যাটেল। তানজিদ হাসান ও মুশফিকুর রহিমকে পরপর দু' বলে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সামনে ছিলেন তিনি। মাত্র চার জন ভারতীয় ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করতে পেরেছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা ইভেন্টে কোনও ভারতীয় বোলারই হ্যাটট্রিক করেননি। অক্ষর প্যাটেলের সামনে সেই সুযোগ এসেছিল। হ্যাটট্রিক বলে ভারত অধিনায়ক রোহিত শর্মা দুটো স্লিপ এবং লেগ স্লিপ রাখেন জাকের আলির জন্য।

 

অক্ষর প্যাটেলের বলটায় খোঁচা মারেন জাকের আলি। স্লিপে লোপ্পা ক্যাচ যায়। কিন্তু রোহিত শর্মা সোজা ক্যাচ ধরতে পারেননি। হ্যাটট্রিক থেকে বঞ্চিত হলেন অক্ষর প্যাটেল। তার থেকেও বড় ব্যাপার হল, যে জাকের আলির ক্যাচ রোহিত ছাড়েন, বাংলাদেশের সেই তারকাই শেষমেশ ৬৮ রান করে ফেরেন। ৩৫ রানে পাঁচ উইকেট থেকে জাকের আলি ও তৌহিদ হৃদয় ১৫৪ রানের পার্টনারশিপ গড়ে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন। জাকের আলির ক্যাচ ছাড়ার পর হতাশাচ্ছন্ন রোহিত তিন-চার বার মাঠে চাপড় মারেন। অক্ষর প্যাটেলের দিকে জোড় হাতে ক্ষমাও চেয়ে নেন হিটম্যান।

 

বাংলাদেশের ইনিংস ২২৮ রানে গুটিয়ে যাওয়ার পর এই প্রসঙ্গে অক্ষর প্যাটেলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘সত্যি বলতে, যখন বল রোহিত শর্মার দিকে গেল, আমি উদযাপন শুরু করে দিয়েছিলাম। কিন্তু তারপর বুঝতে পারলাম, ও ক্যাচ ফেলে দিয়েছে। আর কী-ই বা করা যায়! সবার সঙ্গেই এমন হতে পারে। যখন এটা ঘটল, আমি বিশেষ কোনও প্রতিক্রিয়া দিইনি, শুধু ঘুরে গিয়ে পরের বলের দিকে মন দিই’। জাকের এবং তৌহিদের পার্টনারশিপে ভর করেই ২২৮ রান তোলে বাংলাদেশ। দুবাইয়ের স্পিনিং ট্র্যাকে যা লড়াই করার মতই স্কোর।