আজকাল ওয়েবডেস্ক: নদিয়ার তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত চার। এক জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে এসে রেল লাইনের পাশে শৌচকর্ম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিন জন। আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও এক জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। আপাতত এক জন চিকিৎসাধীন হাসপাতালে। সূত্রের খবর, শনিবার সকালে তাহেরপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের পাশে শৌচকর্ম করছিলেন কিছু ব্যক্তি। অভিযোগ, সেই সময় হঠাৎই ট্রেন এসে পড়ে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিন জন মারা যান। হাসপাতালে আরও এক জনের মৃত্যু হয়। আরও এক জন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, আহত ও মৃত প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। শনিবার তাহেরপুরে হতে চলা প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে এসেছিলেন তাঁরা। সকালে শৌচকর্ম করতে রেল লাইনের ধারে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার খবর পেয়ে কৃষ্ণনগর জিআরপি এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রধানমন্ত্রীর সভা শুরুর আগেই এমন এক মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকায়।
প্রসঙ্গত, এসআইআর আবহের মধ্যেই শনিবার বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা রয়েছে তাহেরপুরে। ইতিমধ্যেই সভায় ভিড় বাড়তে শুরু করেছে। এর মধ্যেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। আহত ব্যক্তি শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেল এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তাহেরপুর স্টেশনের কাছে। জানা গিয়েছে, মোদির সভায় যোগ দিতে শুক্রবার রাতে মুর্শিদাবাদ থেকে ৪০ জন আসেন। সবার বাড়িই বড়ঞার সাবলদহ গ্রামে। তাঁদের মধ্যেই কয়েকজন ভোরবেলা রেললাইনের ধারে প্রাতঃকৃত্য সারতে যান। সেই সময় অন্যদিক থেকে ধেয়ে আসা ট্রেনের ধাক্কায় একেবারে লাইনে ছিটকে পড়েন তিনজন। আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। অন্যদিকে ঘটনায় গুরুতর অবস্থায় আরও দু’জনকে স্থানীয় শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও এক জন মারা যান। অপর জন চিকিৎসাধীন। তবে তাঁর অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণে শনিবার সকালের দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছিল। ট্রেন আসছে তা বুঝতে না পারার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। যদিও অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে। এটা ঘটনা, মতুয়াগড় হিসাবেই পরিচিত নদিয়ার তাহেরপুর। সেখানেই শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা রয়েছে। এর মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।
