আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের বিশ্বকাপের ফাইনালে চলে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। রবিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ কে? ঠিক হবে বৃহস্পতিবার। নবি মুম্বইয়ে আয়োজক ভারতের সামনে অস্ট্রেলিয়া। কিন্তু বৃহস্পতিবার আদৌ খেলা হবে তো? কারণ মুম্বইয়ে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
নবি মুম্বইয়ে নিউজিল্যান্ড ম্যাচেও বৃষ্টি হয়েছিল। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচ জিতেছিল ভারত। আর নিয়মরক্ষার ভারত–বাংলাদেশ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। সেই মাঠেই আরও একটা খেলা। এবার সেমিফাইনাল।
হাওয়া অফিস বৃহস্পতিবার সকালেই জারি করেছে হলুদ সতর্কতা। মুম্বইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল। তবে ৯টা পর্যন্ত বৃষ্টি নামেনি। এই মুহূর্তে মুম্বইয়ের আকাশ মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রকোপ কমার সম্ভাবনা রয়েছে।
ম্যাচ শুরু দুপুর ৩টেয়। সেই সময় আকাশে রোদ থাকবে। ৩৩ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ২০ শতাংশ। সময় এগোনোর সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। সন্ধে ৭টা নাগাদ চার শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টির। যদিও আবহাওয়ার বিষয় তো! তাই ম্যাচের সময় যে বৃষ্টি হবে না, সে কথা পুরোপুরি উড়িয়ে দেওয়াও যাচ্ছে না।
আরও পড়ুন: জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারবেন শ্রেয়স? এল বড় আপডেট
সেমিফাইনাল ভেস্তে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আইসিসির নিয়ম অনুযায়ী, দু’টি সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে। অর্থাৎ নির্ধারিত দিনে খেলা আয়োজন করা সম্ভব না হলে পরের দিন খেলা হতে পারে। যদি ভারতের খেলা বৃহস্পতিবার না হয়ে শুক্রবার হয়, তাহলে পরিস্থিতি একটু ভাল থাকার সম্ভাবনা। পূর্বাভাস অনুযায়ী, দিনের বেলা আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। রাতের দিকে ঘণ্টাখানেক বৃষ্টি হতে পারে। ৩.৮ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে।
তবে ম্যাচ এবং রিজার্ভ ডে দু’টিই বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেটাই হয়, তাহলে যে দল পয়েন্ট তালিকায় আগে শেষ করেছে তারা উঠে যাবে ফাইনালে। এই ক্ষেত্রে অস্ট্রেলিয়া শীর্ষে শেষ করায় তারাই যাবে ফাইনালে। ভারতকে বিদায় নিতে হবে।
আরও পড়ুন: মাহির পরিবর্ত উর্বিল? কী বলছেন চেন্নাই ভক্তরা জানুন
আবার ম্যাচের দিন অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির জন্য নির্দিষ্ট সংখ্যক ওভার খেলা যদি সম্ভব না হয়, তাহলে সেটি গড়াবে রিজার্ভ ডে–তে। যেখান থেকে খেলা শেষ হয়েছিল, সেখান থেকেই রিজার্ভ দিনে খেলা শুরু হবে।
