আজকাল ওয়েবডেস্ক: মরুশহরে মঙ্গলবার ধুন্ধুমার। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে ভারতের সামনে অস্ট্রেলিয়া। কিন্তু এই হাই ভোল্টেজ ম্যাচের আগে অজি শিবিরে বড় ধাক্কা। চোটের লাল চোখ দেখে মাঠের বাইরে ছিটকে গেলেন ম্যাথু শর্ট। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া অধিনায়কের আর্মব্যান্ড এখন স্টিভ স্মিথের হাতে। সেই স্মিথ আগেই ইঙ্গিত দিয়েছিলেন ম্যাথু শর্টের ব্যাপারে। সেই আশঙ্কাই এবার সত্যি হল। 

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেল ম্যাথু শর্টের। মঙ্গলবার ভারতের বিরুদ্ধে নামতে পারবেন না তিনি। আপৎকালীন ভিত্তিতে শর্টের পরিবর্ত হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হল কুপার কনোলিকে। 

শর্টের না থাকা কিন্তু অস্ট্রেলিয়া শিবিরের কাছে বড় ধাক্কা। ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জিতেছিল অজিরা। সেই ম্যাচে অজিদের হয়ে শুরুটা ভাল করেছিলেন তিনি। ৬৬ বলে ৬৩ রান করেন অজি ওপেনার। আফগানদের বিরুদ্ধে ১৫ বলে ২০ রান করেন শর্ট। রশিদ খানদের বিরুদ্ধে বোলিংও করেন ম্যাথু শর্ট। ৭ ওভার হাত ঘুরিয়ে রান দেন মাত্র ২১। উইকেট অবশ্য পাননি তিনি। 

আফগানিস্তানের বিরুদ্ধে চোটের কবলে পড়েন শর্ট। হাঁটতে কষ্ট হচ্ছিল তাঁর। পরে ওপেন করতে নামলেও ম্যাচের শেষে অধিনায়ক স্টিভ স্মিথ জানিয়েছিলেন, শেষ চারের লড়াইয়ের আগে শর্টের সেরে ওঠার সম্ভাবনা কম। সেমিফাইনালে শর্টের বোলিং অজিদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। 

শর্ট ছিটকে যাওয়ায় ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে ওপেন করতে দেখা যেতে পারে জেইক ফ্রেজার-ম্যাকগার্ককে। 


শর্টের পরিবর্ত হিসেবে দলে অন্তর্ভূক্ত হওয়া কনোলির ম্যাচ খেলার সম্ভাবনা বেশি। দুবাইয়ের উইকেট মন্থর। বল পড়ে ব্যাটে আসছে ধীরে। কিউয়িদের বিরুদ্ধে ভারত চার স্পিনার নিয়ে নেমেছিল। বরুণ চক্রবর্তী ম্যাচ সেরা হন। 

দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিটকে গেলেও দলটার নাম অস্ট্রেলিয়া। ভাঙা দল নিয়েও চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ফুল ফোটাচ্ছে। মঙ্গলবারের লড়াইয়ের দিকে তাকিয়ে সবাই।