আজকাল ওয়েবডেস্ক:‌ ফের টসে হার সূর্যকুমার যাদবের। অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ টস জিতে নিলেন শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত। 


শনিবার ব্রিসবেনে সিরিজের শেষ টি–টোয়েন্টি ম্যাচ। ভারত এগিয়ে রয়েছে ২–১ ব্যবধানে। জিতলেই সিরিজ জয় আর হারলে ড্র হবে সিরিজ। এই পরিস্থিতিতে ভারতীয় দলের প্রথম একাদশে একটি বদল হল। তিলক বর্মার জায়গায় প্রথম একাদশে ঢুকলেন রিঙ্কু সিং। টি–টোয়েন্টি সিরিজের প্রথম চারটি ম্যাচে রিঙ্কু সিংকে প্রথম একাদশে রাখেননি গৌতম গম্ভীর, সূর্যকুমাররা। ব্রিসবেনে সফরের শেষ ম্যাচে তাঁকে খেলানো হচ্ছে। তিলকের পরিবর্তে ফিনিশার হিসাবে রিঙ্কুকে ব্যবহার করা হতে পারে। মনে করা হয়েছিল, ভারতের সিরিজ হারের সম্ভাবনা না থাকায় খেলানো নাও হতে পারে বুমরাকে। কিন্তু দেশের অন্যতম সেরা জোরে বোলারকে খেলাচ্ছেন গম্ভীররা। টি–টোয়েন্টি সিরিজ জিততে মরিয়া ভারতীয় শিবির ঝুঁকি নিতে চায়নি। এই ম্যাচেও প্রথম একাদশে জায়গা হল না হর্ষিত রানার।


সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিলেন মিচেল মার্শরা। তৃতীয় এবং চতুর্থ ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। ব্রিসবেনে জিততে পারলে ৩–১ ব্যবধানে সিরিজ জিতবেন সূর্যকুমাররা। এই ম্যাচ ভারত হারলে ড্র হবে সিরিজ।


ভারতের প্রথম একাদশে রয়েছেন:‌ অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরা।