আজকাল ওয়েবডেস্ক:‌ সিরিজ এখন ১–১। বৃহস্পতিবার কুইন্সল্যান্ডের গোল্ডকোস্টে ভারত–অস্ট্রেলিয়া টি–টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ। গুরুত্বপূর্ণ খেলায় থাবা বসাবে বৃষ্টি?‌ কী বলছে সেখানকার হাওয়া অফিস জেনে নিন।


সিরিজের অন্যান্য ম্যাচগুলির মতো গোল্ডকোস্টেও যথেষ্ট ঠান্ডা রয়েছে। যা ভোগাতে পারে সূর্যকুমারদের। বৃহস্পতিবার খেলার দিন তাপমাত্রা থাকতে পারে ১৬ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আকাশ থাকবে আংশিক মেঘলা। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৭০ শতাংশের কাছাকাছি। ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে ঠান্ডা হাওয়া বইতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। হলেও ঝিরিঝিরি হতে পারে। তবে খেলায় তা প্রভাব ফেলার সম্ভাবনা প্রায় নেই।


সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে টিম ইন্ডিয়া। এখন সিরিজ জিততে হলে বাকি দুটি ম্যাচই জিততে হবে। 


এদিকে, অর্শদীপকে টি–টোয়েন্টি সিরিজে নিয়মিত না খেলানো নিয়ে মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মরনি মরকেল। তিনি বলেছেন, ‘‌অর্শদীপ অভিজ্ঞ বোলার। আমরা নানা কম্বিনেশন দেখে নিতে চাইছি। এটা অর্শদীপও জানে। দলের হয়ে পাওয়ার প্লে–তে সবচেয়ে বেশি উইকেট রয়েছে অর্শদীপের। অর্শদীপ কতটা মূল্যবান আমরা জানি। কিন্তু এই সফরে আমরা কম্বিনেশন গুলি ঝালিয়ে নিতে চাইছি।’‌


ভারতীয় দলে যা প্রতিভা তাতে প্রথম একাদশে ঢোকার যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে। মরকেলের মতে, সবসময় সবাইকে খুশি করা সম্ভব নয়। তিনি বলেছেন, ‘‌বিষয়টি বেশ কঠিন। এটা ক্রিকেটারদেরও বুঝতে হবে। হতাশা আসা স্বাভাবিক। অনেক সময় ক্রিকেটারদের হাতেও এটা থাকে না। আমরা শুধু ক্রিকেটারদের উদ্ধুদ্ধ করতে পারি।’‌


চোটের কবলে নীতীশ কুমার রেড্ডিও। যদিও অলরাউন্ডারকে নিয়ে আশার কথা শোনালেন মরকেল। বলে দিয়েছেন, ‘‌আশা করছি চতুর্থ ম্যাচের আগে পুরো সুস্থ হয়ে যাবে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং–সবেতেই অনুশীলনে খাটছে।’‌