আজকাল ওয়েবডেস্ক:‌ একের পর এক টস হার। টস হারের নজির গড়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। আচমকা হোবার্টে টস জিতে ফেলেছিলেন সূর্যকুমার যাদব। তবে পরের ম্যাচেই ফের হারতে হল সূর্যকুমার যাদবকে। 
টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। অর্থাৎ শুরুতে ব্যাটিং করবে টিম ইন্ডিয়া। 


ভারতীয় দলের প্রথম একাদশে কোনও বদল হয়নি। তবে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে হয়েছে চারটি বদল। হোবার্ট ম্যাচের দল থেকে যে চারটি বদল হয়েছে সেগুলি হল গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা, জশ ফিলিপ ও বেন ডোয়ারসুইস। 


ট্রাভিস হেড অ্যাশেজের প্রস্তুতির জন্য আর টি–টোয়েন্টি সিরিজে খেলবেন না। এছাড়াও প্রথম একাদশে রাখা হয়নি শন অ্যাবট, ম্যাথু কুনেম্যান ও মিচেল ওয়েনকে।

 
গোল্ডকোস্টে খেলা শুরু হতেই অবশ্য অভিষেকের ক্যাচ পড়ে। বেন ডোয়ারসুইসের বলে বড় শট খেলার চেষ্টা করেন অভিষেক। বল হাওয়ায় ওঠে। থার্ড ম্যানে থাকা জেভিয়ার বার্টলেটের হাতে বল গিয়েছিল। সহজ ক্যাচ ছাড়লেন তিনি। জীবন পান অভিষেক। 


এরপর কয়েকটি বল দেখে নেওয়ার পর হাত খোলা শুরু করেন ভারতের দুই ওপেনার। অভিষেকের থেকে আক্রমণাত্মক দেখাচ্ছে শুভমান গিলকে। ভারতের রান এই মুহূর্তে ৫ উইকেটে ৩৮।