আজকাল ওয়েবডেস্ক:‌ কুইন্সল্যান্ডের গোল্ডকোস্টে সিরিজের চতুর্থ টি–টোয়েন্টি বৃহস্পতিবার। সিরিজ আপাতত রয়েছে ১–১ অবস্থায়। হোবার্টে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। হাতে আর দুটি ম্যাচ। সিরিজ জিততে হলে দুটি ম্যাচেই জয় চাই।


প্রশ্ন উঠছে জয়ী দলে কোনও বদল হবে কিনা। এটা ঘটনা, সাধারণত কোনও দল জয়ী একাদশে বদল করতে চায় না। তবে গৌতম গম্ভীরের বিষয়টা আলাদা। মেলবোর্নে ব্যাট হাতে ভাল খেললেও হোবার্টে তিনি প্রথম একাদশে রাখেননি হর্ষিত রানাকে। সুযোগ দিয়েছিলেন অর্শদীপ সিংকে। তবে যা সূত্রের খবর, বৃহস্পতিবার ভারতীয় দলে বদল সম্ভবত হচ্ছে না। আগের ম্যাচের দলই খেলাতে পারে ভারত।


সেক্ষেত্রে প্রথম একাদশ হতে পারে এরকম:‌ অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, জীতেশ শর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
তবে একটা প্রশ্ন রয়েছে দুবেকে নিয়ে। হোবার্টে অনেক রান দিয়েছিলেন। 


আবার ওয়াশিংটন সুন্দরকে হোবার্টে খেলালেও এক ওভারও দেননি অধিনায়ক সূর্য। দুবে যখন মার খাচ্ছেন, তখনও সুন্দরকে বল দেওয়ার প্রয়োজন মনে করেননি। যদিও ব্যাট হাতে পুষিয়ে দিয়েছেন সুন্দর। অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন।


আবার জীতেশ শর্মা হোবার্টে নেমেই মারকাটারি ব্যাটিং করেছিলেন। তাই সঞ্জুকে সম্ভবত চতুর্থ ম্যাচেও প্রথম একাদশের বাইরে রাখা হবে। তাছাড়া বহু সুযোগ পেয়েও সঞ্জু ব্যর্থ। সেখানে জীতেশ ১৩ বলে অপরাজিত ২২ রানের ইনিংস খেলেছিলেন। 


যা পরিস্থিতি, ভারত হয়ত উইনিং টিমে বদল করবে না। যদি না কোনও চোট আঘাত বা উইকেটের পরিস্থিতির কথা আসে।