আজকাল ওয়েবডেস্ক: আর কয়েকঘন্টার অপেক্ষা। তারপরই শুরু এজবাস্টন টেস্ট। প্রথম টেস্টে হারের পর, বার্মিংহ্যামে ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াই। দলে বেশ কয়েকটা পরিবর্তন হতে পারে। নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে। যার অর্থ, বাদ পড়তে পারেন একজন ব্যাটার। ছয়, সাত এবং আট নম্বরে তিনজন অলরাউন্ডার থাকতে পারে। মঙ্গলবার এমনই ইঙ্গিত দেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। রেড্ডি এবং ওয়াশিংটনের খেলার ইঙ্গিত দেন তিনি। দুশখাতে বলেন, 'নীতিশের খেলার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়াতে ও ভাল খেলেছিল। আগের ম্যাচে আমরা একজন বোলিং অলরাউন্ডার চেয়েছিলাম। আমাদের মনে হয়েছিল, বোলিংয়ে কিছুটা এগিয়ে শার্দূল। এবার আমরা ব্যাটিং অলরাউন্ডার অন্তর্ভুক্ত করতে চাইছি। এই মুহূর্তে সেই জায়গায় একনম্বরে নীতিশ। সুতরাং, ওর খেলার প্রবল সম্ভাবনা রয়েছে।' 

লিডসে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং ব্যর্থতার জন্য ডুবতে হয়েছে। তাই ওয়াশিংটন সুন্দরকে খেলানোর ভাবনাও রয়েছে। একইসঙ্গে দুই স্পিনার নিয়ে নামার পরিকল্পনা ভারতের। দুশখাতে বলেন, 'তিনজন স্পিনারই ভাল বল করছে। ওয়াশি ভাল ব্যাট করছে। আমাদের সঠিক কম্বিনেশন ঠিক করতে হবে। অলরাউন্ডার স্পিনার খেলাব না স্পিনার, সেই সিদ্ধান্ত নিতে হবে। সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।' উইকেটে ঘাস থাকলেও এজবাস্টনে তৃতীয় দিন থেকে সাহায্য পায় স্পিনাররা। তাই দুই স্পিনার নিয়েই নামবে ভারত। দ্বিতীয় টেস্টের আগের দিন এই বিষয়ে নিশ্চিত করেন শুভমন গিলও। আগের ম্যাচে দু'জন স্পিনার না খেলানোর আফশোস করেন। জানান, জাদেজা বল করার সময় বেশ কয়েকটা সুযোগ তৈরি হয়। সেক্ষেত্রে দলে আরও একজন স্পিনার থাকলে ফলাফল অন্যরকম হলেও হতে পারত।