আজকাল ওয়েবডেস্ক: ২০২৩ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। এবার আরও একটি পালক যুক্ত হতে চলেছে বিসিসিআইয়ের মুকুটে। ভারতে হবে মেয়েদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপ। সেপ্টেম্বরে হবে মেয়েদের বিশ্বযুদ্ধ। উদ্বোধনী অনুষ্ঠান সহ প্রথম ম্যাচ হবে বিশাখাপত্তনমে। নভেম্বরে ভারত-দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট হবে গুয়াহাটিতে। শনিবার কলকাতায় বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিশাখাপত্তনম ছাড়াও মেয়েদের বিশ্বকাপের ম্যাচ হবে পাঞ্জাবের মুল্লানপুর, ইন্দোর, তিরুবনন্তপুরম এবং গুয়াহাটিতে। তবে প্রয়োজনে ভেন্যু বদল হতে পারে। 

অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ খেলবে সিনিয়র ভারতীয় দল। প্রথম টেস্ট মোহালিতে। ১০ থেকে ১৪ অক্টোবর দ্বিতীয় টেস্ট হবে ইডেনে। নভেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট দিল্লিতে, দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে। টেস্টের পর প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। ম্যাচগুলো হবে রাঁচি, রায়পুর এবং বিশাখাপত্তনমে। ৩০ নভেম্বর, ৩ ডিসেম্বর ৬ ডিসেম্বর হবে ম্যাচগুলো। একদিনের সিরিজের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ডিসেম্বরের ৯, ১১, ১৪, ১৭ এবং ১৯ তারিখে হবে ম্যাচগুলো। ভেন্যু যথাক্রমে কটক, নাগপুর, ধর্মশালা, লখনউ এবং আহমেদাবাদ। ঘরোয়া ক্রিকেটেও কিছু পরিবর্তন আনা হচ্ছে। জোনাল ফরম্যাটে হবে দলীপ ট্রফি। এই টুর্নামেন্ট নিয়ে শুরু হবে ভারতের ঘরোয়া ক্রিকেটের মরশুম।