আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হারের পর ঘরের মাটিতে আইসিসি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। তবে চলতি বছরেই ভক্তদের কাছে সুযোগ রয়েছে ভারত পাকিস্তান মহারণ দেখার। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, ২০২৫ সালের এশিয়া কাপ আসন্ন সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। যেখানে ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তান এবং ভারতের। এসিসি জানিয়েছে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এবারের এশিয়া কাপটি টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন এশিয়া কাপে দর্শকরা মোট তিনবার ভারত-পাকিস্তান দ্বৈরথের সাক্ষী থাকতে পারেন। জানা যাচ্ছে, এই টুর্নামেন্টটি সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতেই। কিন্তু তাতে করে ফের বিতর্ক সৃষ্টি হতে পারে পাকিস্তানের খেলতে আসা নিয়ে। সে কারণে ভারতকে বাদ দিয়ে একটি নিরপেক্ষ ভেন্যু নির্ধারণের চিন্তাভাবনা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরশাহিকে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড টুর্নামেন্টের আয়োজকের দায়িত্ব পালন করলেও ম্যাচ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে এসিসি। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সরকারের না পাওয়ায় পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় দল। যে কারণে ভারতের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। আসন্ন এশিয়া কাপে আটটি দল অংশ নিচ্ছে। খেলতে দেখা যাবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান এবং হংকংকে। আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে। দুটি গ্রুপের সেরা দুটি দল খেলবে সুপার ফোর। ২০২৩ সালের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার সেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া।
