আজকাল ওয়েবডেস্ক: গতবছর ঠিক যেখানে শেষ করেছিলেন, নতুন বছর ঠিক সেখান থেকেই শুরু করলেন বৈভব সূর্যবংশী। নতুন বছরে প্রথম সেঞ্চুরি পেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ৬৩ ডেলিভারিতে সেঞ্চুরি হাঁকালেন সূর্যবংশী।
১৪ বছরেই তারকা হিসেবে সমাদৃত বৈভব। রেকর্ড তাঁর পিছনে ছুটছে। ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। সেই বৈভব সূর্যবংশী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ৭৪ বলে ১২৭ রানের ইনিংস খেললেন।
অনূর্ধ্ব ১৯ দলকে নেতৃত্ব দিচ্ছেন বৈভব সূর্যবংশী। অ্যারন জর্জের সঙ্গে তিনি ২০০ রানের পার্টনারশিপ গড়েন। দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগকে সূর্যবংশী যত্রতত্র ছুড়ে ফেলেছেন।
১২৭ রানের ইনিংসে বৈভব ১০টি ছক্কা ও ৯টি চার মেরেছেন। যখন মনে হচ্ছে সূর্যবংশী দুশো রান করবেন, তখনই তান্দো সোনির বলে মিস টাইম শটে আউট হন সূর্যবংশী। সেঞ্চুরির পরে ফাস্ট বোলারকে তুলে তুলে গ্যালারিতে ফেলছিলেন সূর্যবংশী। এইভাবে তুলে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন তিনি।
সূর্যবংশী ফিরে যাওয়ার সময়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা তাঁকে অভিনন্দন জানান। কিন্তু দৃশ্যতই ভেঙে পড়তে দেখা যায় চোদ্দো বছরের ক্রিকেটারকে। তিনি বুঝতে পারেন দুশো রান মাঠেই ফেলে এসেছেন।
পঞ্চাশ করার পরে বৈভব 'পুষ্পা' স্টাইলে সেলিব্রেট করেন। ১৪ বছর বয়সে বিরল এক মাইলস্টোন গড়েন তিনি। ভারত, সংযুক্ত আরব আমিরশাহি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা--এই পাঁচ দেশের মাঠে সেঞ্চুরি করার নজির গড়়লেন।
বিভিন্ন দেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে বড় রান করা অভ্যাসে পরিণত করে ফেলেছেন সূর্যবংশী।
প্রথম ওয়ানডেতে ১১ রানে তিনি ফিরে যান। দ্বিতীয় ম্যাচে বৈভব সূর্যবংশী যুব ক্রিকেটে ঋষভ পন্থের দ্রুততম পঞ্চাশের রেকর্ড ভাঙেন সূর্যবংশী।
২৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন বৈভব। ১০টি ছক্কা মারেন সূর্যংবশী। সঙ্গে ছিল মাত্র একটি বাউন্ডারি। বৈভবের মারকুটে ব্যাটিংয়ে ২৩.৩ ওভারে ২১ বল বাকি থাকতে ভারত ম্যাচ জিতে নেয়।
তৃতীয় ম্যাচে বৈভব সূর্যবংশী বিধ্বংসী আকার ধারণ করেন। তাঁর সঙ্গী অ্যারন জর্জ ১০৬ বলে ১১৮ রান করেন। দুই ভারতীয়র ধ্বংসাত্মক ব্যাটিংয়ে ভারতের অনূর্ধ্ব ১৯ দল ৫০ ওভারে ৩৯৩ রান করে।
