আজকাল ওয়েবডেস্ক: পেসারদের দাপটে চেন্নাই টেস্টে চালকের আসনে ভারত। কিন্তু আচমকাই উদ্বেগ বেড়ে গেল ভারতীয় শিবিরে। বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। পায়ে চোট পেয়ে মাঠ ছাড়লেন মহম্মদ সিরাজ। রবীন্দ্র জাদেজার বলে সুইপ করেন শাকিব আল হাসান। বাউন্ডারি বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন সিরাজ। কিন্তু চার বাঁচলেও, খোঁড়াতে শুরু করেন ভারতীয় পেসার। সঙ্গে সঙ্গেই মাঠে প্রবেশ করেন দলের ফিজিও। সিরাজকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তাঁর পরিবর্তে মাঠে নামেন সরফরাজ খান। এখনও পর্যন্ত ৭ ওভার বল করেন সিরাজ। তুলে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট। তিনি মাঠে না ফিরতে পারলে সমস্যায় পড়ে যাবে ভারতীয় দল। মাত্র ৪০ রানে ৫ উইকেট হারানোর পর শাকিব আল হাসান এবং লিটন দাস পার্টনারশিপ গড়ার চেষ্টা করে। ষষ্ঠ উইকেটে ৫১ রান যোগ করে এই জুটি। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশকে ম্যাচে ফেরান লিটন। শতরান করেন উইকেটকিপার ব্যাটার। এদিনও তাঁর হাত ধরেই প্রত্যাবর্তনের আশা করছিল বাংলাদেশ। কিন্তু এদিন পারলেন না লিটন। ২২ রানে তাঁকে প্যাভিলিয়নে ফেরান জাদেজা। 

বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি শাকিবও। তাঁকেও ফেরান জাদেজাই। ৩২ রানে আউট হন বাংলাদেশের অলরাউন্ডার। ৯২ রানে ৭ উইকেট হারিয়ে ঘোড় বিপদে নাজমুল হোসেন শান্তর দল। অশ্বিন-জাদেজার দাপটে প্রথম দিনের শেষে ভাল জায়গায় ছিল ভারত। কিন্তু ৪০০ রানের গণ্ডি পার করতে পারেনি। যদিও তাতে খেলায় কোনও প্রভাব পড়েনি। আকাশদীপের দাপটে মধ্যাহ্নভোজের আগেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর আরও উইকেট তুলে নেন বুমরা, জাদেজারা। দ্বিতীয় দিনের প্রথম দেড় সেশন টিম ইন্ডিয়ার।