আজকাল ওয়েবডেস্ক:‌ ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনে মরিয়া ভারত। মঙ্গলবার সুইজারল্যান্ডের লুসানে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সঙ্গে দেখা করেছেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রতিনিধিরা। সেখানেই তারা জানিয়েছেন, গুজরাটের আহমেদাবাদে অলিম্পিক্স আয়োজন করতে চায় তারা।


ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পিটি ঊষার সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও গুজরাট সরকারের আধিকারিক। সেখানে সরকারিভাবে আবেদন করেছেন তাঁরা। ২০২৮ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলস এবং ২০৩২ সালের অলিম্পিক্স হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। তার পরের অলিম্পিক্স নিজেদের দেশে করতে চায় ভারত। চলছে মরিয়া চেষ্টা।


এটা ঘটনা ২০২৩ সালেই অলিম্পিক্স আয়োজনের জন্য বিড জমা দিয়েছিল ভারত। এবার সরকারিভাবে আবেদন করা হল। তবে অলিম্পিক্স আয়োজন করতে হলে আগে একাধিক নিয়ম ও পরিকাঠামো ঠিক করতে হবে। গেমস ভিলেজ থেকে শুরু করে আরও অনেক কিছু তৈরি করতে হয়। সেই সব প্রক্রিয়া জেনে নিয়েছে ভারতীয় অলিম্পিক্স সংস্থা। তবে খরচও প্রচুর। অলিম্পিক্স আয়োজনে খরচের অঙ্কটা ৩৪ হাজার ৭০০ কোটি থেকে ৬৪ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে। প্যারিস অলিম্পিক্সে খরচ হয়েছিল ৩২ হাজার ৭৬৫ কোটি টাকা। কিন্তু ভারত ২০৩৬ অলিম্পিক্স আয়োজন করতে চাইলে তার দ্বিগুণেরও বেশি খরচ হতে পারে।


যদিও ২০৩৬ সালে অলিম্পিক্সের আয়োজনের জন্য আরও অনেক দেশই লড়াইয়ে রয়েছে। জানা গেছে, ভারত ছাড়াও সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্ক ও চিলি ২০৩৬ সালের অলিম্পিক্সের আয়োজন করতে চায়।